সমাজের দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাও যে আজ প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার জন্যই বেসরকারি ওই ইনস্টিটিউট এর তরফ থেকে ছেলে মেয়েদের নানা কোর্স চালু করেছে। যার মাধ্যমে স্বল্প ব্যয়ের মাধ্যমে মফরসল আর্থিকভাবে পিছিয়ে পরা গ্রামের মহিলারাও এগিয়ে আসতে পারেন অনেকটাই। বর্তমান যুগে সৌন্দর্য বিশেষ গুরুত্ব পায় সমাজে। আর তাই বিভিন্ন অনুষ্ঠানে মেকআপ আর্টিস্টদের চাহিদা, বৃদ্ধি পেয়েছে অনেকটাই। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মডেল হওয়ার স্বপ্নও তৈরি হয়।
advertisement
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা দফতরে ইন্টারভিউ দিতে এসে গ্রেফতার ভুয়ো চাকরি পরীক্ষার্থী!
আরও পড়ুন: তিনদিন ধরে খোঁজ ছিল না! হঠাৎ এলাকায় ব্যাপক দুর্গন্ধ! কী ঘটল বর্ধমানে? জানুন
কিভাবে কোন পদ্ধতিতে সঠিক পথে এগিয়ে যাওয়া যাবে তা তুলে ধরতেই এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর শহীদ সদন মঞ্চে আয়োজন করা হয় একটি র্যাম্প শো-র। উপস্থিত ছিলেন বিচারকরাও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণী মানুষদের উপর দায়িত্ব ছিল সবদিক বিচার করে সেরা সুন্দরী ও সেরা মেকআপ আর্টিস্টকে খুঁজে নেওয়ার। কেউ ট্রেডিশনাল, কেউ আবার ওয়েস্টার্ন সাজে দৃষ্টি আকর্ষণ করলেন দর্শকদের।র্যাম্পে তাদের সঙ্গ দিলেন সুন্দরীদের অপরুপ করে তোলা মেকআপ আর্টিস্টরাও। প্রায় কুড়ি জন প্রতিযোগীর মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরার সেরাকে। বেসরকারি ইনস্টিটিউটের তরফ থেকে করা হল পুরস্কৃত। শহরাঞ্চল ছেড়ে মফস্বলে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি প্রতিযোগীরাও।
Rudra Narayan Roy