পশ্চিম বর্ধমান : বাড়িতে থাকতেন একাই। এলাকায় মিশুকে মানুষ বলেই পরিচিত ছিলেন। বছর ৫২'র সুকান্ত মুখার্জি। কাঁকসা পঞ্চায়েত এলাকায় তার বাড়ি। তিন দিন আগে পর্যন্ত বেরিয়েছিলেন বাইরে। স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গে খেয়েছিলেন চা। তারপর আর বেশ কয়েকদিন তার দেখা পাওয়া যায়নি। এর মধ্যেই এদিন মঙ্গলবার সকাল থেকে এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছিল। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষ। দুর্গন্ধের উৎস খুঁজতে এলাকাবাসী খবর দেন এলাকার পঞ্চায়েত সদস্যকে। তার উদ্যোগে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুকান্ত মুখার্জির পচাগলা দেহ।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। জানা যাচ্ছে ৫২ বছরের সুকান্ত মুখার্জি বাড়িতে একাই থাকতেন। মাঝে মধ্যেই সকাল বিকেলে বাইরে বেরোতেন। এলাকাবাসীর সঙ্গে মেলামেশাও ছিল তার। তিনদিন আগে পর্যন্ত তিনি বাইরে বেরিয়ে ছিলেন।
আরও পড়ুন: আসছে কালবৈশাখী! এক বছর আগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিল গোটা এলাকা! বছর ঘুরতেই ফের আতঙ্ক!
আরও পড়ুন: বাড়ির সীমানা থেকে রহস্যজনক আওয়াজ শোনা যাচ্ছিল! কাছে যেতেই একী দেখলেন ব্যক্তি!
তারপর এদিন মঙ্গলবার তারই পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি উদ্ধার করা হয়েছে বাড়ির শৌচালয় থেকে। পুলিশের অনুমান, দিন তিনেক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কারণ ইতিমধ্যেই দেহটিতে পচন ধরেছে যদিও কি কারণে তার মৃত্যু হয়েছে বা সঠিক কবে মৃত্যু হয়েছে, তার উত্তর এখনও পর্যন্ত পুলিশের কাছে নেই। ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, Death News, Panagarh