Storm | Kalbaishakhi: আসছে কালবৈশাখী! এক বছর আগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিল গোটা এলাকা! বছর ঘুরতেই ফের আতঙ্ক!

Last Updated:

Storm | Kalbaishakhi: ফের গত বছরের মতোই অবস্থা হতে পারে! ঝড়ের চিন্তায় রাতের ঘুম উড়েছে বহু মানুষের।

+
তোর্সা

তোর্সা নদীর ধারের মানুষেরা ঝড়ের ভয়ে ব্যাপক দুশ্চিন্তায়!

কোচবিহার: কোচবিহার সদর শহরের পাশ দিয়েই বয়ে গেছে তোর্সা নদী। আর এই নদীর ধারে বসবাস করেন বহু দিনআনা দিনখাওয়া শ্রেণির মানুষেরা। এক বছর আগে কালবৈশাখী ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল গোটা এলাকা। একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল এলাকার স্থানীয় বাসিন্দাদের জীবন। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন ঝড়ের কবলে পড়ে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন সময়ে সাময়িক ভাবে বিপর্যয় এর মোকাবেলা করা হয়েছিল। আবারোও বছর ঘুরতে না ঘুরতেই ফের কালবৈশাখীর ভয়ে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠেছে এই সকল স্থানীয় বাসিন্দাদের কপালে। ইতিমধ্যেই কালবৈশাখীর ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে মাথাভাঙা ১ নং ব্লকে।
তোর্সা নদীর পাড়ের দুই স্থানীয় বাসিন্দা মনোতোষ মুখার্জী এবং মমতা খাতুন জানান, "এক বছর আগে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল গোটা এলাকায়। অনেক মানুষের বাড়ির টিনের চাল উড়ে গিয়েছিল ঝড়ের মধ্যে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তখন। গাছ ভেঙে পড়া থেকে শুরু করে, বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গোটা এলাকায়। তবে তখন স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তারা এবং বিপর্যয় মোকাবেলা দল বেশ ভালো ভাবেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। তবে এই বছর আবার সেই একই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এলাকার স্থানীয় মানুষেরা রীতিমত চিন্তিত হয়ে রয়েছেন। চিন্তায় রাতের ঘুম উড়েছে বহু মানুষের। সরকারের কাছে স্থানীয়দের দাবি পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রী মজুত করে রাখা।"
advertisement
advertisement
বিপর্যয়ের মোকাবেলার বিষয়ে কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান জানান, "কোচবিহারের জেলা প্রশাসন সজাগ রয়েছে বিপর্যয় মোকাবেলার বিষয়ে। ইতিমধ্যেই কালবৈশাখীর ঝড়ের সময় শুরু গিয়ে গিয়েছে। তাই বিপর্যয় মোকাবেলা দলকে তৈরি করে রাখা হচ্ছে যেকোন ধরনের বিপদজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রান সামগ্রী মজুত করা হচ্ছে। তবে আগের বছর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ অনেকটাই বেগ পেতে হয়েছিল জেলা প্রশাসনকে। এই বছর সেই আশঙ্কার কথা মাথায় রাখা হচ্ছে। সাধারণ মানুষকে ইতিমধ্যেই সজাগ থাকতে বলা হচ্ছে। ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Storm | Kalbaishakhi: আসছে কালবৈশাখী! এক বছর আগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিল গোটা এলাকা! বছর ঘুরতেই ফের আতঙ্ক!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement