পরবর্তীতে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে অশোকনগরে এসে বসবাস শুরু করেন তিনি। সেই সময় খাদ্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য গ্রেফতার হতে হয় তাকে। ১৯৫৪ সাল থেকে অশোকনগর এর মানুষদের জন্য তিনি বাড়িতেই চিকিৎসা কেন্দ্র খোলেন দুস্থ মানুষদের সেবায়। সামর্থ্য না থাকলে রোগী দেখার পয়সা নিতেন না এই ডাক্তার। উল্টে ওষুধ কেনার টাকা দিয়ে দিতেন রোগীর পরিবারদের। অশোকনগরের বিস্তীর্ণ এলাকার জলে আর্সেনিক আছে তিনিই প্রথম তা ধরতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনে নিখোঁজ ভবঘুরেকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন বিডিও
তারপর থেকেই অশোকনগরের মানুষকে বাঁচাতে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করেন গোটা এলাকা জুড়ে। অশোকনগর পুরসভার পৌর প্রধানের দায়িত্বও সামলেছেন চিকিৎসক সাধন সেন। এদিন তার মূর্তি উন্মোচন উপলক্ষে ধরা পরল সেই পুরনো রাজনৈতিক সৌজন্যবোধ। মূর্তিতে মালা দিতে দেখা গেল অশোকনগর কল্যাণগড় পুরসভার বর্তমান পৌরপ্রধান প্রবোধ সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বদেরও। এদিনের অনুষ্ঠান ঘিরে অশোকনগর বাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Rudra Narayan Roy