TRENDING:

North 24 Parganas News: অশোকনগর বিধানসভার প্রথম বিধায়কের মূর্তি বসল ১৮ বছর পর

Last Updated:

অশোকনগর সহ জেলার বিভিন্ন প্রান্তের গরীব মানুষদের কাছে তিনিই ছিলেন ভগবান। প্রতিদিন সকাল বিকেল রোগীদের ভিড় লেগেই থাকতো বাড়ির সামনে। মানবদরদী এই চিকিৎসকই ছিলেন অশোকনগর বিধানসভার প্রথম বিধায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : অশোকনগর সহ জেলার বিভিন্ন প্রান্তের গরীব মানুষদের কাছে তিনিই ছিলেন ভগবান। প্রতিদিন সকাল বিকেল রোগীদের ভিড় লেগেই থাকতো বাড়ির সামনে। মানবদরদী এই চিকিৎসকই ছিলেন অশোকনগর বিধানসভার প্রথম বিধায়ক। মৃত্যুর আঠেরো বছর পর অবশেষে অশোকনগরের নতুন প্রজন্মের কাছে ডাক্তার তথা কমিউনিস্ট আন্দোলনের নেতা সাধন সেন এর পরিচিতি ঘটাতে বসানো হল মূর্তি। এদিন অশোকনগর কচুয়া মোড় এলাকায়, কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী গৌতম পালের হাতে তৈরি প্রাক্তন বিধায়কের মূর্তি উন্মোচন করা হয়। মূর্তিটি উন্মোচন করেন সাধন বাবুর নাতি সৌম্য সেন। পরিবার সূত্রে জানা যায়, ১৯২৯ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জন্মগ্রহণ করেন সাধনবাবু।
চিকিৎসক সাধন সেন
চিকিৎসক সাধন সেন
advertisement

পরবর্তীতে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে অশোকনগরে এসে বসবাস শুরু করেন তিনি। সেই সময় খাদ্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য গ্রেফতার হতে হয় তাকে। ১৯৫৪ সাল থেকে অশোকনগর এর মানুষদের জন্য তিনি বাড়িতেই চিকিৎসা কেন্দ্র খোলেন দুস্থ মানুষদের সেবায়। সামর্থ্য না থাকলে রোগী দেখার পয়সা নিতেন না এই ডাক্তার। উল্টে ওষুধ কেনার টাকা দিয়ে দিতেন রোগীর পরিবারদের। অশোকনগরের বিস্তীর্ণ এলাকার জলে আর্সেনিক আছে তিনিই প্রথম তা ধরতে পারেন।

advertisement

আরও পড়ুনঃ সুন্দরবনে নিখোঁজ ভবঘুরেকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন বিডিও

তারপর থেকেই অশোকনগরের মানুষকে বাঁচাতে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করেন গোটা এলাকা জুড়ে। অশোকনগর পুরসভার পৌর প্রধানের দায়িত্বও সামলেছেন চিকিৎসক সাধন সেন। এদিন তার মূর্তি উন্মোচন উপলক্ষে ধরা পরল সেই পুরনো রাজনৈতিক সৌজন্যবোধ। মূর্তিতে মালা দিতে দেখা গেল অশোকনগর কল্যাণগড় পুরসভার বর্তমান পৌরপ্রধান প্রবোধ সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বদেরও। এদিনের অনুষ্ঠান ঘিরে অশোকনগর বাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অশোকনগর বিধানসভার প্রথম বিধায়কের মূর্তি বসল ১৮ বছর পর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল