North 24 Parganas News: সুন্দরবনে নিখোঁজ ভবঘুরেকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন বিডিও

Last Updated:

নিখোঁজ থাকা ভবঘুরে কে পরিবারের হাতে ফিরিয়ে দিল জয়েন বিডিও। বসিরহাটের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত সুন্দরবনের ইছামতি নদীর পাড়ে খোলা আকাশের নিচে বেশ কয়েক মাস ধরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল বছর ৪০ এর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে।

+
উদ্ধার

উদ্ধার হওয়া ভবঘুরে

#উত্তর ২৪ পরগনা : নিখোঁজ থাকা ভবঘুরে কে পরিবারের হাতে ফিরিয়ে দিল জয়েন বিডিও। বসিরহাটের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত সুন্দরবনের ইছামতি নদীর পাড়ে খোলা আকাশের নিচে বেশ কয়েক মাস ধরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল বছর ৪০ এর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। তারপর তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর জানা যায়, ওই ব্যক্তির বাড়ি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরাতলা থানার জামালপুরে গ্রামে। নাম আনিসুর রহমান। পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর সাহায্যে।
পরিবারের সদস্যরা এরপর ওই নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যেতে যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের জয়েন বিডিও আবুল কালাম আজাদের সঙ্গে। পাশাপাশি, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরে যেতে পারলেন ওই নিরুদ্দেশ থাকা ভবঘুরে। ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় হিঙ্গলগঞ্জের বিডিও আবুল কালাম আজাদ কে। বিডিও নিজে অর্থ দিয়ে ওই ব্যক্তিকে সুস্থ করেন এবং দেখভালের দায়িত্ব নেন।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে চুরি আটকাতে গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের
এদিন নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে তাকে ফেরানো হল পরিবারের কাছে। নিখোঁজ আনিসুর শুধু নন, এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যেই দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া ব্যক্তিরা ফিরে পান তাদের পরিবারকে। ১৯৯৯ সাল থেকে এখনো পর্যন্ত মোট ৯২ জন কে ঘরে ফিরিয়েছে এই সংগঠন। সুন্দরবন এলাকায় প্রতিবছরই এ ধরনের বহু নিখোঁজ মানুষের সন্ধান মেলে। এদিন এই ভবঘুরে ঘরে ফিরতে পাড়ায় তার পরিবারের লোকজনও যথেষ্টই খুশি।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে নিখোঁজ ভবঘুরেকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন বিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement