TRENDING:

North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে ‌যাবেন!

Last Updated:

প্রচলিত ভাড়ার থেকে অনেকটাই কমে পরিষেবা দেওয়া হচ্ছে৷ অন্যদিকে যেখানেই অ্যাম্বুলেন্সটি যাবে, সেখানেই বেসরকারি হাসপাতালের গাফিলতির এই কথা মানুষের চোখে পড়বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: এলাকায় অসুস্থ রোগীদের পরিষেবা দিতেই ছুটে বেড়ায় অ্যাম্বুলেন্স। এই স্বাভাবিক চিত্রই আমাদের চোখে পড়ে, নানা জায়গায়। তবে বেসরকারি হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর শাস্তি হিসাবে পাওয়া অর্থে, এমন চিন্তা ভাবনা আগে কখনও দেখা যায়নি বললেই চলে। বেসরকারি হাসপাতাল গুলি চিকিৎসার নামে রোগীর পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হরফ করলেও, ন্যায্য পরিষেবাটুকুও যে দেন না তারই প্রমাণ হিসেবে শহর ও শহরতলীর রাস্তায় ঘুরবে এই অ্যাম্বুলেন্স। বেসরকারি হাসপাতালের সেই গাফিলতির কথা বড় বড় হরফে লেখা রয়েছে অ্যাম্বুলেন্সের গায়ে।
advertisement

দীপ্তি ভট্টাচার্যের মৃত্যুতে বেসরকারি ওই হাসপাতালের গাফিলতির প্রমাণে বিচারে জরিমানা প্রদেয় অর্থ দিয়ে মায়ের স্মৃতিতে সর্বসাধারণের জন্য অ্যাম্বুলেন্স প্রদান করলেন ছেলে ও মেয়ে। অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হল হৃদয়ের কর্মশালা নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের হাতে। যারা কোভিড মহামারীকে উপেক্ষা করেই মানুষকে পরিষেবা দিয়ে আসছেন।

আরও পড়ুন South 24 Paraganas News: আলমারির ভিতর জমিয়ে রাখা বোমা! ১২ টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

advertisement

সুজাতা ভট্টাচার্য ও সঞ্জীব ভট্টাচার্যের এই অভিনব উদ্যোগে আরও বহু অসহায় মানুষ স্বাস্থ্য পরিষেবায় সুবিধা লাভ করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অশোকনগরের বাসিন্দা দীপ্তি ভট্টাচার্য কোভিড কালীন পরিস্থিতিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে, পরবর্তীতে চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয় তার। এরপরই পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে আইনের দারস্থ হন মেয়ে সুজাতা ভট্টাচার্য এবং ছেলে সঞ্জীব।দীর্ঘ লড়াইয়ের পর মেলে বিচার। বিচারে জরিমানা করা হয় ওই বেসরকারি হাসপাতালকে।

advertisement

View More

চিকিৎসায় গাফিলতিতে মাকে হারিয়েছেন তারা, কিন্তু এরপর যাতে আর কোনও ছেলেমেয়ের তাদের প্রিয় জনকে হারাতে না হয় তার জন্য মেডিক্যাল কমিশনে পরিবারের তরফ থেকে আবেদন করা হয়। ওই বেসরকারি হাসপাতালে বিনামূল্যে একটি বেড বরাদ্দ করা হোক দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা করার জন্য। কারণ একটি বেড থেকে সারা বছরে কয়েক কোটি টাকা আয় হয় শহরের বিভিন্ন নার্সিংহোম গুলির। এই ব্যবস্থা চালু হলে, ক্ষতির আশঙ্কায় নার্সিংহোম গুলির ব্যবসায়ী মালিকরা, অন্তত সতর্ক হবেন মানুষকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। ফলে কমবে রোগীদের চিকিৎসায় গাফিলতির পরিমাণ। শুধু তাই নয়, যাতে মানুষও বেসরকারি হাসপাতালের এই গাফিলতির কথা জানতে পারেন তার জন্যই জরিমানার অর্থে কেনা অ্যাম্বুলেন্সে লিখে দেওয়া হয়েছে গোটা ঘটনার কথা।

advertisement

আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য

আর সেই অ্যাম্বুলেন্সি এখন ছুটে বেড়াচ্ছে শহর থেকে শহরতলীর নানা প্রান্তে।দুঃস্থ প্রান্তিক মানুষদের ক্ষেত্রে বিনামূল্যে মিলছে এই অ্যাম্বুলেন্স পরিষেবা। আর অন্যান্যদের জন্য প্রচলিত ভাড়ার থেকে অনেকটাই কমে পরিষেবা দেওয়া হচ্ছে বলেই হৃদয়ের কর্মশালা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। তবে মূলত দুঃস্থ মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই এটি বেশি ব্যবহার করা হবে। যেখানেই অ্যাম্বুলেন্সটি যাবে, সেখানেই বেসরকারি হাসপাতালের গাফিলতির এই কথা মানুষের চোখে পড়বে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে ‌যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল