রবিবার বছর ৪০ এর সুজাউদ্দিন মোল্লা জমিতে পটল চাষ করেছিলেন। সেই জমিতে জল জমেছিল। সেই জল সরানোকে কেন্দ্র করেই প্রতিবেশী আফতাবউদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে বচসা শুরু হয় গত রবিবার দুপুরে।
আরও পড়ুন: একই মায়ের চতুর্থবার সিজারিয়ান ডেলিভারি! বেনজির সাফল্য শান্তিপুর হাসপাতালে
আফতাবঊদ্দিনের বাড়ির লোকজন সুজাউদ্দিন মোল্লাকে ব্যাপক মারধর করে। তারপর তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
advertisement
এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়তেই মৃতের পরিবার ও গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই আফতাবউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাড়োয়া থানার পুলিশ।
আরও পড়ুন: উল্টো রথের আগে পেপার কাটিংয়ের জগন্নাথ-বলরাম-সুভদ্রা তৈরি করে তাক লাগালেন পশু চিকিৎসক
শুধুই কি জমিতে জল সরানোকে কেন্দ্র করে বচসা? না এর পিছনে রাজনৈতিক বা অন্য কোনও কারণ সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। যারা এই ঘটনায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত যুবকের পরিবার।
জুলফিকার মোল্যা