TRENDING:

North 24 Parganas News|| পিকের আইপ্যাকের কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশকে মারধর! শোরগোল দেগঙ্গায়

Last Updated:

দেগঙ্গা থানার বেড়াচাঁপা চৌমাথা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে কর্মরত ছিলেন আলমগীর ফকির। বসিরহাটের দিক থেকে দ্রুত গতিতে একটি ইকোগাড়ি টাকি রোড ধরে বারাসতের দিকে যাচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেগঙ্গা: শাসকদলের কর্মী ও পিকের আই প‍্যাকের কর্মী প‍রিচয় দিয়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশেকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে দেগঙ্গার চৌমাথায় এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গা থানার বেড়াচাঁপা চৌমাথা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে কর্মরত ছিলেন আলমগীর ফকির। বসিরহাটের দিক থেকে দ্রুত গতিতে একটি ইকোগাড়ি টাকি রোড ধরে বারাসতের দিকে যাচ্ছিল। সেই সময় বেড়াচাঁপা চৌমাথা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি দাঁড়াতে বলতেই, নিজেকে শাসকদলের কর্মী ও পিকে আইপ্যাকের কর্মী পরিচয় দিয়ে চিৎকার করতে শুরু করেন। এরপরই উত্তেজনার বশে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে ধাক্কাধাক্কি এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে

যদিও অভিযুক্ত যুবকের দাবি ট্রাফিক পুলিশ তাকে আগে ধাক্কা দিয়েছেন। এরপরই ট্রাফিক পুলিশকর্মী আলমগীর ফকিরের বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর হাসপাতালে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় সাময়িকভাবে যান চলাচলও বিঘ্নিত হয়। পরে অবশ্য স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| পিকের আইপ্যাকের কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশকে মারধর! শোরগোল দেগঙ্গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল