Sonarpur Tragedy|| গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে

Last Updated:

পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। মৃতার নাম কল্পনা ব্রহ্মচারী(৫৩)। মাকে আগুনে পুড়তে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে সুদীপ্ত চক্রবর্তী।

 বাড়ির সামনে পুলিশ ও প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে
 বাড়ির সামনে পুলিশ ও প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে
#সোনারপুর: গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে। পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। মৃতার নাম কল্পনা ব্রহ্মচারী (৫৩)। মাকে আগুনে পুড়তে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে সুদীপ্ত চক্রবর্তী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকায়। প্রতিবেশীরা দু'জনকেই উদ্ধার করে স্থানীয় সুভাষগ্রাম ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কল্পনাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, সুদীপ্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। সঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রতিবেশীদের দাবি বৌমার সঙ্গে সাংসারিক অশান্তির জেরেই নিজের বাড়িতে গায়ে কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ।
আরও পড়ুনঃ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার বার্তা এসেছে মোবাইলে? সাবধান... প্রতারণার নয়া ফাঁদ
প্রতিবেশী মৌসুমী মণ্ডল বলেন, "হঠাৎ দেখি একটি ছেলে চিৎকার করছে বাঁচান বাঁচান বলে। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে দেখি ঘরের মধ্যে আগুন জ্বলছে। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বাড়ির লোকেদের ডাকাডাকি করি। দরজা খুলে দেখি কল্পনা ব্রহ্মচারীর গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে আর ছেলে সুদীপ্ত জল এনে নেভানোর চেষ্টা করছে। তারপর সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ছেলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sonarpur Tragedy|| গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মা, বাঁচাতে গিয়ে গুরুতর জখম ছেলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement