একসময় সার্কাসে নানান পশু-পাখির খেলা দেখা যেত। ছোটদের কাছে ওগুলোই ছিল মূল আকর্ষণ। কিন্তু, পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন আর সার্কাসের আগের জৌলুস নেই।
বাঘের খেলা নেই, নেই হাতি জলহস্তিও। পাখি, কুকুরের মত ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও এখন তাও বন্ধ করে দিয়েছে সরকূ। পরিস্থিতির চাপে বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের সাধ ফিরিয়ে দিতে বারাসত পায়োনিয়ার ক্লাবের ময়দানে তাঁবু খাটিয়েছে ডায়মন্ড সার্কাস। সোমবার থেকে প্রায় এক মাস টানা চলবে এই সার্কাস।
advertisement
আরও পড়ুন: স্কুলে ঢুকে অঙ্কের মাস্টার হয়ে গেলেন 'দিদির দূত'
প্রতিদিন দুপুর ১ টা থেকে ৪ টে, ৪ টে থেকে ৭ টা এবং ৭ টা থেকে ৯ টা এই তিন সময়ের শো রাখা হয়েছে দর্শকদের জন্য। টিকিটও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই- ৫০, ১০০ এবং ১৫০ টাকা। তবে যদি কেউ মনে করে থাকেন এই সার্কাসে পশু-পাখির খেলা দেখতে পাবেন, তবে কিন্তু ভুল করবেন। সেই প্রত্যাশা পূরণ হবে না। বর্তমান সার্কাসে দেখা যায় ব্যালেন্সের খেলা, গ্লোব, ফায়ার ডান্স, আফ্রিকান জিমন্যাস্টিক সহ আরও অনেক কিছু। তবে বিশেষ আকর্ষণ হিসেবে অবশ্যই থাকবে জোকার ও রিং গার্লদের রোমহর্ষক খেলা। প্রায় আড়াই ঘন্টা ধরে চলবে এক একটা শো।
প্রথম দিনই সার্কাস ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেল বারাসতে। ছোটদের পাশাপাশি বৃদ্ধ বয়স্ক মানুষেরাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন পায়োনিয়ার পার্ক ময়দানে। শুধু তাই নয় উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও যাতে এই সার্কাস দেখার সুযোগ করে দেওয়া যায় তার চেষ্টা করা হবে বলেও জানান মহকুমাশাসক সোমা সাউ।
উদ্বোধনের দিনই যে ভাবে মানুষের সাড়া পাওয়া গেল এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ডায়মন্ড সার্কাস কোম্পানি। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।
রুদ্রনারায়ন রায়