South 24 Paraganas News: স্কুলে ঢুকে অঙ্কের মাস্টার হয়ে গেলেন 'দিদির দূত'
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে এলাকায় এলাকায় ঘুরছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। স্কুলের ঢুকে ছেলেমেয়েদের ক্লাস নিতে শুরু করে দেন। আসলে একসময় শিক্ষকতা করতেন রাজ্যের এই মন্ত্রী। এদিন 'দিদির দূত' হয়ে বেরিয়ে তিনি সেই পুরনো দিন ফিরে পেলেন
দক্ষিণ ২৪ পরগনা: দিদির দূত কর্মসূচি পালন করতে গিয়ে পুরানো পেশায় ফিরলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাগরের কোম্পানীচর মহেশ্বরী হাইস্কুলের সামনে উপস্থিত হন তিনি। এরপর স্কুলে ঢুকে পড়ে ছাত্রদের অঙ্কের ক্লাস নেন মন্ত্রীমশাই।
সর্বক্ষণের রাজনীতিবিদ হয়ে ওঠার আগে অঙ্কের শিক্ষক ছিলেন বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন দিদির দূত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সেই পুরনো ফেলে আসা দিনে ফিরে যান। দশম শ্রেনির অঙ্কের পাশাপাশি বিজ্ঞানের ক্লাস নেন। ছাত্র-ছাত্রীরাও প্রশ্ন অনুযায়ী জবাব দিতে থাকেন। এতে খুশি হয় স্কুলের ছাত্র-ছাত্রীরা। তারা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে কাছে পেয়ে কবিতা শোনানোর আবদার করে।
advertisement
advertisement
এদিন ক্লাস নিয়ে বেশ খুশি হন বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি জানান, খুবই ভাল লেগেছে। ছাত্র-ছাত্রীরা সাবলীলভাবে সব কিছুর উত্তর দিচ্ছে। পরিবেশ সম্পর্কে তারা সচেতন রয়েছে। সেই সঙ্গে বিজ্ঞান শেখার প্রতি তাদের আকর্ষণ রয়েছে দেখলাম।
advertisement
এদিকে দিদির দূত হয়ে তিনি বের হয়েছিলেন সাধারণ মানুষজনের অভাব অভিযোগ শুনতে। সেইকারণে স্কুলে আসার পর ক্লাস নেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অভাব অভিযোগও শোনেন। ছাত্র-ছাত্রীরা স্কুলের মাঠ ও স্কুলের সামনের রাস্তা কংক্রিটের তৈরি করার দাবি জানায়। সেই দাবি দ্রুত পূরণ করার আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: স্কুলে ঢুকে অঙ্কের মাস্টার হয়ে গেলেন 'দিদির দূত'