Alipurduar News: বাইক চালকের সামনে হঠাৎ এসে দাঁড়াল হাতি! তারপর যা হল জানলে শিউরে উঠবেন
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
জঙ্গলের রাস্তায় হঠাৎ বাইক চালকের সামনে এসে দাঁড়াল বিশাল বড় হাতি! কোনরকমে প্রাণে বেঁচে ফিরল বাইক চালক
আলিপুরদুয়ার: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক বাইক আরোহী। জঙ্গল থেকে হঠাৎ বেড়িয়ে আসা হাতিকে দেখে কোনরকমে বাইক ঘুরিয়ে পালিয়ে যান। তাতেই পরলাম বাঁচে। এ সেই আলিপুরদুয়ারের ঘটনা। যেখানে সম্প্রতি হাতির তাণ্ডবে ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকায়। ঘটনার জেরে পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাজাভাতখাওয়া থেকে বক্সা টাইগার প্রজেক্টের জঙ্গলের মধ্যে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। হঠাৎই প্রধান সড়কে তাঁর সামনে দাঁড়িয়ে পড়ে একটি হাতি।
advertisement
advertisement
মনতোষ প্রসাদ নামে ওই ব্যক্তি তখন বাইক চালাচ্ছেন। কিন্তু গতি কম ছিল। হঠাৎ-ই জঙ্গলের মধ্যে হাতির আওয়াজ শুনতে পান। জানা গিয়েছে, ওই আওয়াজ শুনেই গাড়ির গতি আরও কমিয়ে দেন মনতোষ প্রসাদ। হঠাৎ দেখেন রাস্তার বাঁ পাশ থেকে একটি হাতি বেড়িয়ে আসছে। সেই মুহূর্তের কথা বর্ণনা করতে গিয়ে ওই ব্যক্তি বলেন, "বাইকের থেকে হাতির দুরত্ব বড়জোর দশ মিটার। যে কোনও সময় হাতিটা তেড়ে এসে আমাকে তুলে তুলে আছাড় দিতে পারত। কিন্তু গাড়ির গতি কম থাকায় আমি কোনরকমের বাইক ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।"
advertisement
জানা গিয়েছে, ওই হাতিটি কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থাকার পর জঙ্গলের অন্য প্রান্তে চলে যায়। এইভাবে হাতি বেড়নোর খবর পেয়ে এলাকায় এসে হাজির হন বনকর্মীরা। এই পরিস্থিতিতে পথচারীরা সর্বক্ষণ জঙ্গলের রাস্তায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 7:41 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাইক চালকের সামনে হঠাৎ এসে দাঁড়াল হাতি! তারপর যা হল জানলে শিউরে উঠবেন