South 24 Parganas News: ভোট এলেই শিলান্যাস হয়, কিন্তু দেবনগরের মাটির রাস্তা আর পাকা হয় না
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
নামখানায় এখনও মাটির রাস্তা থেকে গিয়েছে। এত বছরেও তা পাকা তো দূরের কথা, ইটের রাস্তাও হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই রাস্তা পাকা না হলে ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা
দক্ষিণ ২৪ পরগনা: নামখানার দেবনগরে এখনও আছে মাটির রাস্তা। ফলে প্রতিদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতির বদল ঘটাতে মাটির রাস্তা সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। তাঁরা জানিয়েছেন দ্রুত এই রাস্তা ঠিক না হলে পঞ্চায়েত ভোট বয়কট করবেন।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার রাস্তা সংস্কার করা হবে বলে শিলান্যাস করা হয়েছে, কিন্তু কোনোও কাজ হয়নি। পাকা রাস্তা দূরের কথা, এতদিনে সেখানে ইটের রাস্তাও তৈরি হয়নি। নামখানার দেবনগর পূর্ব পাড়ায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা প্রায় ৪০ বছর ধরে মাটির রাস্তা হিসেবেই থেকে গিয়েছে। এরফলে বর্ষার সময় ব্যাপক অসুবিধায় পড়েন স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
advertisement
তাঁরা জানিয়েছেন, প্রতিবার ভোটের সময় রাজনৈতিক নেতারা এসে এই রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে যান। শিলান্যাস নয়। কিন্তু ভোট মিটে গেলে রাস্তা আর তৈরি হয় না। দীর্ঘ ৪০ বছর ধরে চলছে এই প্রতিশ্রুতির পর্ব। অবশেষে তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সামনে আরও একটি পঞ্চায়েত ভোট। এর মধ্যে পাকা রাস্তা তৈরি না হলে ভোট বয়কট করবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এই বিষয়ে নামখানা পঞ্চায়েতের প্রধান অজিত গিরি বলেন, রাস্তাটি খারাপ অবস্থায় আছে। সে সম্পর্কে তিনি অবগত আছেন। খুব দ্রুত এই রাস্তা সংস্কার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। জানান সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই কাজ করা হবে। এই কাজ শেষ হলে দেবনগর গ্রামের বাসিন্দারা খুবই উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি। তবে যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ আর এই প্রতিশ্রুতিতে চিঁড়ে ভিজবে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভোট এলেই শিলান্যাস হয়, কিন্তু দেবনগরের মাটির রাস্তা আর পাকা হয় না