আরও পড়ুন: এ কী করছে প্রশাসন! ভেঙে ফেলছে গার্ডওয়াল, বসাচ্ছে সাইনবোর্ড…ব্যাপারটা কী
উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসী সকলে। ইটের রাস্তা হওয়ায় বর্ষার সময় পিচ্ছিল হয়ে দুর্ঘটনা নিত্য দিনের বিষয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষাকাল শুরু হলে কী হবে ভেবে দুশ্চিন্তায় ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের।
advertisement
অভিযোগ, বেহাল রাস্তার জন্য গ্রামের কৃষকরা মাঠ থেকে ফসল তুলে নিয়ে আসতে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে দ্রুত এই রাস্তা মেরামতির দাবি তুলেছে গ্রামের মানুষ। তাঁরা চাইছেন বর্ষা শুরুর আগে আর হাতে যে সপ্তাহখানেক সময় আছে তার মধ্যেই বেহাল রাস্তার সংস্কার করা হোক। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
জুলফিকার মোল্লা