স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ আনুমানিক রাত নটা নাগাদ কলুপুকুর মোড় এলাকায় রাস্তার ধারে কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর ৩২ এর ওই ব্যক্তি। হাড়োয়ার থেকে লাউহাটির দিকে যাওয়া একটি বাইক সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই সিভিক ভলেন্টিয়ার।
আরও পড়ুন: সাত সকালেই অগ্নিকাণ্ড! অকেজো হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, চাঞ্চল্য এলাকায়
advertisement
ঘাতক বাইক নিয়ে বাইক আরোহী দ্রুত পালিয়ে যায়। অন্য এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: সারি সারি দোকানে দখল ফুটপাত, আকাশ ঢেকেছে হোর্ডিং-এ! দৃশ্য দূষণ রুখতে রাস্তায় চুঁচুড়ার বিধায়ক
দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে এদিন ভোররাতে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। ময়নাতদন্তের পরেই ওই সিভিক ভলেন্টিয়ার এর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবার চার সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। প্রায় চার-পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে।
জুলফিকার মোল্যা