Fire breaks out: সাত সকালেই অগ্নিকাণ্ড! অকেজো হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

শনিবার সকাল আটটা নাগাদ হঠাৎ জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় অবস্থিত একটি হোটেলের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জলপাইগুড়ি:  শনিবার সকাল আটটা নাগাদ হঠাৎ জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় অবস্থিত একটি হোটেলের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এরপরেই কালো ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। আতঙ্কিত আবাসিকেরা ঘর ছেড়ে বেরিয়ে পরেন। কেউ আবার ওপরের ব্যালকনিতে আশ্রয় নেন প্রাণ বাঁচাতে।
আগুন লাগার খবর পেয়েই জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক-সহ অন্যান্য কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান। জানালার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, প্রায় এক ঘন্টা পর দমকল কর্মীরা হোটেলের রান্না ঘর এবং ব্যাংকোয়েট হোলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক রামেশ্বর পান্ডে বলেন, “খবর পেয়েই দুটো ইঞ্জিন নিয়ে ছুটে আসি আমরা তবে হোটেলে নিজেস্ব যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তার কোনও সহযোগিতা পায়নি, কারন সেগুলি সবই অকেজো, দুটি ইঞ্জিনের জল এবং কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
advertisement
অপরদিকে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেই ছুটে আসা স্থানীয় বাসিন্দা ঐশিকা রায় বলেন, “আমার আত্মীয়রা এই হোটেলে উঠেছেন, তাই ছুটে আসি। তবে দমকল বাহিনীর কর্মীরা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ওনাদের জন্যই আজ বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই।”
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire breaks out: সাত সকালেই অগ্নিকাণ্ড! অকেজো হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement