Murshidabad News: হাজারদুয়ারীতে বেড়াতে ‌যাচ্ছেন? জেনে নিন কী ভাবে গাইড নেবেন

Last Updated:

অনেকেই হাজারদুয়ারী এলেও গাইড নিতে চাননা। গাইড নিলে ইতিহাসের সম্পর্কে জানা যায়। বর্তমানে সরকারী ভাবে স্বীকৃতি দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে গাইডদের।

+
হাজারদুয়ারীতে

হাজারদুয়ারীতে পর্যটকদের সঙ্গে গাইডরা

মুর্শিদাবাদ: শীতের মরশুমে ঐতিহাসিক হাজারদুয়ারী প্যালেসে দর্শনে আসেন বহু পর্যটকরা। কিন্তু অনেকেই হাজারদুয়ারী এলেও গাইড নিতে চাননা। গাইড নিলে ইতিহাসের সম্পর্কে জানা যায়। বর্তমানে সরকারী ভাবে স্বীকৃতি দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে গাইডদের। পর্যটকদের জন্য মাথা পিছু গড়ে ৫০টাকা করে ধার্য্য করা হয় গাইডদের। তাই হাজারদুয়ারী এলে গাইড নেওয়ার বার্তা দিচ্ছেন গাইডরা।
মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির তালিকায় মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। এই দুর্গপ্রাসাদ যেখানে অবস্থিত, সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত। হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া, ঘড়ি ঘর, মদিনা মসজিদ, চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামত এলাকায়।
advertisement
advertisement
তবে সেগুলো দর্শনের জন্য এলেই হাজারদুয়ারীতে প্রয়োজন গাইডদের। তাই গাইড নেওয়ার বার্তা দিচ্ছেন গাইডরা। এক বছর আগেই উৎকর্ষ বাংলা প্রকল্পের মধ্যে দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয় গাইডদের। সরকারী স্বীকৃত প্রাপ্ত ৫০জন গাইড আছেন হাজারদুয়ারী চত্বরে। তারা সমস্ত কিছুই পরিদর্শন করিয়ে দিয়ে বুঝিয়ে দেন পর্যটকদের।
অনেকেই এসে হাজারদুয়ারীকে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ভেবে ভুল করে থাকেন। অনেকেই ভাবেন হাজারদুয়ারী হল নবাবের বাসস্থান। কিন্তু হাজারদুয়ারী হল তৎকালীন বড়ো কুঠি। যেটা বোঝার জন্যই দরকার গাইডদের। তবেই জানা যাবে ইতিহাসের প্রকৃত তথ্য।
advertisement
হাজারদুয়ারী মূলত নবাব নাজিম হুমায়ুন জা তৈরি করিয়েছিলেন। ১৮২৯ সালে তিনি এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাকলিওড। দেখলেই বোঝা যায়, এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার, বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলোর সঙ্গে মিল প্রচুর।
advertisement
১৮৩৭ সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারির নির্মাণকার্য শেষ হয়। ৪১ একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। ১০০০ টা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলির মধ্যে ১০০টাই নকল। তবে চট করে দেখে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল। দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা মনে হবে। দুর্গপ্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে, তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাজারদুয়ারীতে বেড়াতে ‌যাচ্ছেন? জেনে নিন কী ভাবে গাইড নেবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement