তারপর থেকেই দীর্ঘক্ষন কোনওরকম যোগাযোগ করা যায়নি রেবা দেবীর সঙ্গে। উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারে। স্বামী সুকুমার ঘোষ জানান, রাত ন’টা নাগাদ অবশেষে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তার। রেবা দেবী জানান, বুকের সাইডে আঘাত লেগেছে, স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন তিনি। এরপরই, মা দুর্ঘটনায় পরেছে শুনে মেজো মেয়ে মিতালী খবর পেয়ে ছুটে আসেন গোপালনগর এর বাড়িতে।
advertisement
আরও পড়ুন-গ্রামে ফিরল পাঁচ তরতাজা যুবকের নিথর দেহ, বাসন্তী জুড়ে আজ শুধুই বুকফাটা কান্না
আরও পড়ুন-রেলের ‘কবচ’ কোথায়? রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ ফিরহাদের
এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা রেবা দেবীকে ফিরিয়ে আনতে রওনা দেন ওড়িশার উদ্দেশে। মিতালী দেবী জানান, মামাদের সঙ্গে গিয়েছে মা ৷ শুনেছি মামা সুব্রত ঘোষ মামি চন্দনা ঘোষও আহত হয়েছেন৷ ওনাদের ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল, সঙ্গে আমার মাকেও নিয়েছিল৷ দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাড়িতে বন্ধ রান্না। উৎকণ্ঠার প্রহর কাটাচ্ছে ঘোষ পরিবার। সুস্থ শরীরে ফিরে আসুক মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা এখন সেই প্রার্থনাই করছেন সকলে।
Rudra Narayan Roy