TRENDING:

Coromandel Express Accident: ডাক্তার দেখাতে গিয়েই ঘটে গেল বিরাট দুর্ঘটনা, তারপর যা হল...

Last Updated:

Coromandel Express Accident: দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন গোপালনগরের রেবা রানী। স্থানীয় ডাক্তার দেখিয়েও মিলছিল না কোন সুরাহা। এরপরই ভাই সুব্রত ঘোষ ও চন্দনা ঘোষের সঙ্গে ভেলোর যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী সকলে ধরেছিলেন অভিশপ্ত সেই করমন্ডল এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন গোপালনগরের রেবা রানী। স্থানীয় ডাক্তার দেখিয়েও মিলছিল না কোন সুরাহা। এরপরই ভাই সুব্রত ঘোষ ও চন্দনা ঘোষের সঙ্গে ভেলোর যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী সকলে ধরেছিলেন অভিশপ্ত সেই করমন্ডল এক্সপ্রেস। সকালেই বেরিয়েছিলেন বাড়ি থেকে। তিনটে নাগাদ ট্রেন ছাড়লে বাড়িতেও জানিয়েছিলেন কোনও অসুবিধা হয়নি তখনও পর্যন্ত। এরপরই খবর মেলে দুর্ঘটনার কবলে পড়েছে করমন্ডল এক্সপ্রেস।
মেয়ে ও মা
মেয়ে ও মা
advertisement

তারপর থেকেই দীর্ঘক্ষন কোনওরকম যোগাযোগ করা যায়নি রেবা দেবীর সঙ্গে। উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারে। স্বামী সুকুমার ঘোষ জানান, রাত ন’টা নাগাদ অবশেষে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তার। রেবা দেবী জানান, বুকের সাইডে আঘাত লেগেছে, স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন তিনি। এরপরই, মা দুর্ঘটনায় পরেছে শুনে মেজো মেয়ে মিতালী খবর পেয়ে ছুটে আসেন গোপালনগর এর বাড়িতে।

advertisement

আরও পড়ুন-গ্রামে ফিরল পাঁচ তরতাজা যুবকের নিথর দেহ, বাসন্তী জুড়ে আজ শুধুই বুকফাটা কান্না

আরও পড়ুন-রেলের ‘কবচ’ কোথায়? রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ ফিরহাদের

View More

এরপরই পরিবারের অন্যান্য সদস্যরা রেবা দেবীকে ফিরিয়ে আনতে রওনা দেন ওড়িশার উদ্দেশে। মিতালী দেবী জানান, মামাদের সঙ্গে গিয়েছে মা ৷ শুনেছি মামা সুব্রত ঘোষ মামি চন্দনা ঘোষও আহত হয়েছেন৷ ওনাদের ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল, সঙ্গে আমার মাকেও নিয়েছিল৷ দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাড়িতে বন্ধ রান্না। উৎকণ্ঠার প্রহর কাটাচ্ছে ঘোষ পরিবার। সুস্থ শরীরে ফিরে আসুক মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা এখন সেই প্রার্থনাই করছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Coromandel Express Accident: ডাক্তার দেখাতে গিয়েই ঘটে গেল বিরাট দুর্ঘটনা, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল