খবর পেয়ে ঘটনাস্থলে রহড়া থানা বিশাল পুলিশ বাহিনী আসে। প্রথমে ডুবুরি নামিয়ে খোঁজা হয় এবং পরে ডিরাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরা এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য ডক্টর বিএন বোস মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পর পর পুকুর এবং গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে বেশ কিছু যুবক ও কিশোরের।
আরও পড়ুন: পঞ্চায়েতে বেনজির পদক্ষেপ! প্রার্থী নির্বাচনে এ কী করল সিপিআইএম! তোলপাড় রাজ্য-রাজনীতি
advertisement
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
সম্প্রতি দুই ভাইয়ের মৃত্যু হয় পুকুরে ডুবে নিমতা এলাকায়। সকালে কাঁকিনাড়ায় চার যুবক স্নান করতে নামলে দুই যুবক জলের তোড়ে ভেসে যায়। পরের দিন তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। ফের একই রকম দুর্ঘটনা। পর্ণ্যঘ্যের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া। স্কুলে ভাল ছাত্র হিসেবে পরিচিত ছিল সে। বন্ধুর মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যেও শোকের ছায়া।
অরুণ ঘোষ