CPIM: পঞ্চায়েতে বেনজির পদক্ষেপ! প্রার্থী নির্বাচনে এ কী করল সিপিআইএম! তোলপাড় রাজ্য-রাজনীতি
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Panchayat Election CPIM Candidate: তিনি নির্বাক, শুনতেও পান না। প্রতিবন্ধী হয়েও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন সিপিআইএমের। তাই প্রচারে নেমে কখনও আকার ইঙ্গিতে, কখনও চোখের ইশারায় ভোটারদের কাছে আবেদন জানাচ্ছেন।
বীরভূম: তিনি নির্বাক, শুনতেও পান না। অথচ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশ নিয়েছেন। প্রতিবন্ধী হয়েও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। তাই প্রচারে নেমে কখনও আকার ইঙ্গিতে, কখনও চোখের ইশারায় ভোটারদের কাছে আবেদন জানাচ্ছেন। ভোটের মরশুমে এমনই ভিন্ন চিত্র উঠে এসেছে বীরভূমের ময়ূরেশ্বরে।
এ বার ময়ূরেশ্বর দুই ব্লকের কুন্ডলা পঞ্চায়েতের ১৭৮ নম্বর আসনে সিপিআইএম প্রার্থী হয়েছেন মূক ও বধির ঝর্ণা মণ্ডল। তাঁর প্রচার দেখেই অনেকে হতবাক হচ্ছেন। নানা পেশার নানা বয়সের প্রার্থী হয়েছেন নির্বাচনে। কিন্তু প্রতিবন্ধী এই প্রার্থী জেলা রাজনীতিতে সম্ভবত প্রথম। সেই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে।
মূক ও বধির, ইশারায় প্রচার করছেন সিপিআইএম প্রার্থী ।advertisement
advertisement
আরও পড়ুনঃ রেলযাত্রীদের জন্য সুখবর, সময়সীমা বাড়ল ‘এই’ সাপ্তাহিক সামার স্পেশ্যাল ট্রেনের
দিন দুয়েক আগে থেকে নিজের এলাকায় প্রচার শুরু করেছেন ঝর্না মণ্ডল। হাতে দলীয় পতাকা নিয়ে প্রতিদিন বেরিয়ে পড়ছেন নিজের এলাকায়। কিন্তু তিনি তো মূক ও বধিরম তাহলে কিভাবে করবেন প্রচার? এই প্রশ্ন ছিল অনেকের মনে। বিশেষ চাহিদা সম্পন্ন ঝর্ণা আকারে ইঙ্গিতে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন নিজের মনের কথা। কিন্তু কোটসুরের বাসিন্দা ঝর্ণা মণ্ডলের এলাকার কতটা উন্নয়ন করবেন? তিনি না বলতে পারেন কথা, না শুনতে পান, এমনই দাবি।
advertisement
তাহলে কি রাজনীতিবিদরা প্রকৃত অর্থেই বোবা-কালা হয়ে থাকবে। যার কোনও প্রতিশ্রুতিও নেই, প্রতিবাদও নেই। সেই ধারণাকে নস্যাৎ করে স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন স্বামী পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘স্ত্রীকে এলাকার মানুষ চেনেন। আমি আছি তাঁর মুখপাত্র হয়ে। তাঁর হয়ে কাজ করব। সমাজে সে যখন বসবাস করে, নিজের কাজ নিজে করে, চলাফেরা করে তখন ঝর্ণা একেবারেই স্বাভাবিক। তাই ে ক্ষেত্রেও সে স্বাভাবিকভাবেই সব সামলে নেবে।’
advertisement
Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: পঞ্চায়েতে বেনজির পদক্ষেপ! প্রার্থী নির্বাচনে এ কী করল সিপিআইএম! তোলপাড় রাজ্য-রাজনীতি









