Indian Railways: রেলযাত্রীদের জন্য সুখবর, সময়সীমা বাড়ল 'এই' সাপ্তাহিক সামার স্পেশ্যাল ট্রেনের

Last Updated:

Summer Special Train: রেলযাত্রীদের জন্য সুখবর। মালদহ টাউন স্টেশন থেকে গুজরাটের সুরাটে উধনা স্টেশনগামী সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করল রেল।

স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি
স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি
মালদহ: রেলযাত্রীদের জন্য সুখবর। মালদহ টাউন স্টেশন-গুজরাটের সুরাটের উধনা স্টেশনগামী সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করল রেল। রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। আগামী অগাস্ট মাস পর্যন্ত মালদহ-উধনা গ্রীষ্মকালীন সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে। ফলে বহু রেলযাত্রী উপকৃত হবেন।
যাত্রীদের ভিড় থাকায় ও ট্রেনটির চাহিদা এখনও থাকায় রেলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের বুকিং চালু রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ০৯০১১ উধনা-মালদহ টাউন সামার স্পেশ্যাল ট্রেনটির সময়সীমা ৩১ অগাস্ট ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার উধনা থেকে ছাড়বে। ০৯০১২ মালদহ টাউন-উধনা গ্রীষ্মকালীন স্পেশ্যাল ট্রেনটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত।
advertisement
advertisement
রবিবার মালদহ স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। মালদহ টাউন-উধনা গ্রীষ্মকালীন স্পেশ্যাল চালানোর বর্ধিত দিনের জন্য টিকিটের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। মেইল ও এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করবে রেল কর্তৃপক্ষ। রেয়াতি বুকিং অনুমোদিত নয় এই ট্রেনের ক্ষেত্রে। গ্রীষ্মকালীন স্পেশ্যাল এই ট্রেন তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা নেই।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: রেলযাত্রীদের জন্য সুখবর, সময়সীমা বাড়ল 'এই' সাপ্তাহিক সামার স্পেশ্যাল ট্রেনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement