চিকিৎসকের পরামর্শ মতো দিগন্তকে বারাসতের যোগা কোচ অরূপ সরকারের কাছে নিয়ে যান তার বাবা অনুপম দেবনাথ। সেই থেকে শুরু হয় যোগ প্রশিক্ষণ পর্ব। প্রথম থেকেই দিগন্তের অনুশীলন দেখে যোগা কোচ বুঝেছিলেন এ ছেলে একদিন বাংলার নাম উজ্জ্বল করবে। যতদিন গেছে ততই কোচের ভবিষ্যৎবাণীতে শিলনমোহর পড়েছে। কারন এইটুকু বয়সেই বাংলার প্রতিটি প্রান্ত থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার ছিনিয়ে এনেছে দিগন্ত দেবনাথ।
advertisement
আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত শিক্ষক আজ ভবঘুরে! অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়ালেন এক মানবিক শিক্ষক
সম্প্রতি দিল্লির গাজিয়াবাদে ২০২২ এ ওয়ার্ল্ড যোগা কাপে অংশগ্রহণ করে ছয় থেকে আট বছরের গ্রুপ পর্যায়ে দিগন্ত দ্বিতীয় স্থান পায়। নাতির এই সাফল্যে উচ্ছ্বসিত ঠাকুরদা বিনয় দেবনাথ ও ঠাকুমা ভারতী দেবনাথ। দিগন্তের বাবা অনুপম দেবনাথ একজন ব্যবসায়ী ও মা মৌমিতা দেবনাথ গৃহিনী। পরিবারের প্রত্যেকেই চান দিগন্ত পড়াশুনার পাশাপাশি যোগব্যায়ামে জগতে প্রতিষ্ঠা লাভ করুক।
আরও পড়ুনঃ রেললাইনে যুক্ত হবে মছলন্দপুর থেকে স্বরূপনগর
পরিবারের বড়দের ইচ্ছেকে সম্মান জানিয়ে সাত বছরের দিগন্ত জানাল, আগামীদিনে যেকোন বড় প্রতিযোগিতাই হোক না কেন, সে অংশগ্রহণ করে সোনা জিতে আনবেই। ছোট্ট এই ক্রীড়াবিদের আগামীদিনের সব স্বপ্ন যাতে পূরন হয় তা মনেপ্রানে চাইছেন বাংলার ক্রীড়ামহল।
Rudra Narayan Roy