তবে বেশ কিছুদিন ধরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে জানায় মেয়েটি। মোহভঙ্গ হতেই বিয়ে করতে অস্বীকার করে শামীম। অবশেষে বাধ্য হয়েই, বিয়ের দাবিতে আমডাঙার রায়পুর গ্রামে প্রেমিক শামীমের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ট্রেনে ঝুঁকির যাত্রা পড়ুয়াদের! রেল কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা
ঘটনাস্থলে পুলিশ এসে প্রেমিকা কে উদ্ধার করতে গেলে, তাকে থানায় নিয়ে যাওয়া যাবে না এই দাবিতে পুলিশকে ঘিরে চলে স্থানীয়দের বিক্ষোভ। পরে গ্রামবাসীদের সহযোগিতায় পায়ে হেঁটে থানায় গিয়ে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রেমিকা।
আরও পড়ুনঃ কাজ করেও মেলেনি বেতন! পথে বসলেন শ্রমিকেরা
প্রেমিকা জানায়, প্রেমিক শামীম তাকে বিয়ে না করলে কোনোভাবেই ধর্না থেকে উঠবেন না তিনি। যেকোনো পরিস্থিতিতে শামীমকেই বিয়ে করবে সে। অভিযুক্ত যুবক পলাতক বলেই পুলিশ সূত্রে খবর। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ।
Rudra Narayan Roy