হাবড়া নগরউখড়া মোড় এলাকার বাসিন্দা কালিদাস তাপস রাহা৷ বুধবার বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামেন প্রতিদিনের মতো। স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। কানের মধ্যে কিছু একটা ঢুকেছে অনুভব করেন ওই ব্যক্তি। বাড়ি ফিরে কান থেকে নানা ভাবে সেটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই বার করতে না পেরে, অস্বস্তি আরও বাড়তে থাকে।
advertisement
পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসের তত্ত্বাবধানে, জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তির কান থেকে একটি মোরোলা মাছ বার করেন। হাসপাতাল কর্মী এবং হাসপাতাল সুপারের এই কাজে ধন্যবাদ জানিয়েছেন কালিদাসবাবু৷
হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, "আমার কর্মজীবনে এই ধরনের ঘটনা আগে কখনো দেখিনি। কানের ভেতরের অংশ অক্ষত রেখেই মাছটি বের করতে পেরেছি আমরা৷ রোগী সুস্থ থাকায় হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয় তাকে।" ঘটনা জানাজানি হতেই কালিদাসের বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা৷
Rudra Narayan Roy