এদিন দত্তপুকুর ক্রিকেট কাপের এই খেলায় উপস্থিত ছিলেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু, দত্তপুকুর তৃনমূল কংগ্রেসের অচিন্ত্য পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন খেলতে আসা ক্রিকেট প্লেয়ারদের উচ্ছ্বসিত করতে কাশিমপুর পঞ্চায়েত পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু কে ব্যাট হাতে মাঠে নামতেও দেখা যায়।
আরও পড়ুনঃ সর্বক্ষণের সঙ্গী ফুটবল, ১৭ বছরের মেয়ের গল্প অবাক করবে!
advertisement
রীতিমত ব্যাটেবলে সংযোগ ঘটিয়ে কয়েক রানও করেন তিনি। বহু দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন প্রতিযোগি দল অংশ নেয় এই টুর্নামেন্ট এ। বিগত বছরে এই খেলা মাঠে হলেও, এবার বৃষ্টির কারণে দত্তপুকুর নিবাধূই বাজার নারায়ন টকিস হলে আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ ৬০ ঘণ্টা অতিক্রান্ত,সান্দাকফুতে নিখোঁজদের ফিরে পেতে মুখ্যমন্ত্রীকে আর্জি পরিবারের
খেলা দেখতে ক্রিকেট লাভারদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। জেলায় দত্তপুকুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া প্রেমী মানুষেরা।
Rudra Narayan Roy