অবিলম্বে বসিয়ে দেওয়া বাসটি যাতে পুনরায় চলতে দেওয়া হয় সেই দাবি নিয়ে প্রশাসন ও দলীয় নেতৃত্বের দ্বারস্থ হন বাস শ্রমিক সংগঠনের শ্রমিকরা। এদিন বনগাঁ বাগদা রোডে বাস পরিষেবা বন্ধ রেখে মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনালে বিক্ষোভ দেখান। তারপর বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মিলছে না পর্যাপ্ত মাটির জোগান, সমস্যায় চারি শিল্পীরা
এর পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ এবং এআরটিওর কাছে একটি স্মারকলিপীও জমা দেন। বাস মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, একুশে জুলাই নয়, কুড়ি জুলাই সারাদিন ওই বাসটি রুটে চললেও শেষ ট্রিপের পর বাসটি না যাওয়ায় শাস্তি স্বরূপ সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুনঃ বারাসতে শুরু হল সুটিখাল সংস্কারের কাজ
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, একটি বাসের রুটে চলাচল বন্ধ করা হয়েছে এই অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কবে নিত্যযাত্রীদের এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে! কবেই বা পুনরায় চলবে ৯২ নম্বর রুটের বাস এখন সেটাই দেখার।
Rudra Narayan Roy