আলিয়া বিশ্ব বিদ্যালয়, ইকো স্পেস, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক বা সিবিডির মত গুরুত্বপূর্ণ এলাকায় কোনও অপরাধ বা পথ দুর্ঘটনা ঘটলে তা খতিয়ে দেখার মত বিকল্প ব্যবস্থা নেই পুলিশের কাছে। যার জেরে আলিয়ার পড়ুয়া শাকিল আহমেদের মৃত্যুর পর রীতিমতো পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। ঘাতক গাড়িটিকে খুঁজে বার করতে পুলিশকে বিস্তর কাঠখড় পোড়াতে হয়।
advertisement
একদিকে নিউ টাউন কে স্মার্টসিটি গড়ার লক্ষ্য, অন্যদিকে নিউটাউনবাসীদের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার জন্য নিউটাউনের তিনটি একশন এরিয়াকেই সিসিটিভিতে মুড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় হিডকোর তরফে। সেই মতো এখানে ৫৬৫ টি অত্যাধুনিক সিসিটিভি লাগায় হিডকো। যেগুলিতে নাইট ভিশন মোড ছাড়াও গাড়ির নম্বর ট্র্যাক করার ক্ষমতা রয়েছে। এছাড়া মোড়ের মাথায় ১৮০ ডিগ্রি ঘূর্নায়মান কিছু ক্যামেরাও লাগানো রয়েছে। ২০২১ সালের ৯ জুন নিউটাউনের একশন এরিয়া তিন এর সুখবৃষ্টি আবাসনে পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সঙ্গে একটি ফ্ল্যাটে পরিচয় গোপন করে থাকা পাঞ্জাবের দুই গ্যাংস্টারদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। তারপরই নিউটাউনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন চিহ্ন সামনে আসে।
আরও পড়ুন : সিরিয়াল সেটেই অসুস্থ! প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী
নিরাপত্তার ফাঁক ফোঁকর নিয়ে একাধিক বৈঠক করে হিডকো, এনকেডিএ, পুলিশ ও আবাসন কমিটি। ঠিক হয় নিউটাউনের রাস্তায় নতুন করে আরও ৩৭৩ টি ক্যামেরা লাগানো হবে। এইজন্য এনকেডিএ তহবিল দেবে। আর সমস্ত ক্যামেরার দেকভাল করবে এনকেডিএ। আলিয়ার রাস্তায় ৭০টি সিসিটিভি বিকলের পরই এনকেডি এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
এনকেডিএ সূত্রে খবর, সম্প্রতি বাগজোলা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কাজ করতে গিয়ে গত সপ্তাহে সিসিটিভির অপটিক্যাল ফাইভার ব্রেক হয়। যা বছরের শেষ থেকে নতুন বছর পরার মাঝে মেরামত করা যায়নি। যার জেরে ওই এলাকার ৭০ টি সিসিটিভি অকেজো হয়ে যায়। এরজন্য আলিয়া কাণ্ডে পুলিশকে ঘাতক গাড়ি খুঁজে পেতে বিস্তর হ্যাপা পোহাতে হয়।
আরও পড়ুন : বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক
প্রশ্ন উঠছে এমন একটা হাইটেক শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় কেন এতদিন ধরে সিসিটিভি খারাপ থাকবে! তারজন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা এনকেডিএ বা পুলিশ কেন হাত গুটিয়ে বসে থাকবে! এনকেডিএ সূত্রের খবর, এই ঘটনার পরই বিধাননগর ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কে অনুরোধ করা হয় দ্রুত ক্যামেরা গুলি সক্রিয় করার জন্য। এনকেডিএর সিস্টেম ম্যানেজাররা সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা এদিন বিষয়টি খতিয়ে দেখেন।
রুদ্র নারায়ন রায়