সিরিয়াল সেটেই অসুস্থ! প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী
- Published by:Aryama Das
Last Updated:
নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এর পরিচালনায় ছিলেন সন্দীপ চৌধুরী
#কলকাতা: প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। বাবার মতোই পরিচালক ছিলেন তিনি। একাধিক সিনেমা এবং মেগা সিরিয়ালে পরিচালনা করেছেন তিনি। তাঁকে 'বাবু' নামেই চিনতেন ইন্ডাস্ট্রির সবাই।
শহরের এক বেসরকারী হাসপাতালে আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি৷ বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি, পাশাপাশি বেশ কিছু সমস্যাও ছিল তাঁর৷
advertisement
advertisement
পরিচালকের নিজস্ব অ্যাক্টিং স্কুল রয়েছে৷ ‘বিদ্রোহিনী’র মতো ছবি থেকে শুরু করে ‘বিবি চৌধুরানী’,‘উড়ন তুবড়ি’ সহ বেশ কয়েকটি ধারাবাহিকের পরিচালনা তাঁর৷ বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এর পরিচালনায় ছিলেন সন্দীপ চৌধুরী। সিরিয়াল সেটেই অসুস্থ হয়ে যান তিনি৷ তাঁর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া৷
Location :
First Published :
January 03, 2023 3:00 PM IST