জেলার এই যুবকের ঝুলিতে এল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। ৮৫টি এক টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। জগদ্দল কেউটিয়ার বাসিন্দা ব্রতজিৎ সরকার। দীর্ঘ প্রায় ১০ মাস পরিশ্রম করে অবশেষে তাঁর ঝুলিতে এসেছে সাফল্য।
আরও পড়ুনঃ আলুর বদলে ফুচকায় এ কী সাংঘাতিক পুর? গোটা সুন্দরবন তোলপাড়
advertisement
ব্রতজিৎ জানান, একটি রিয়ালিটি শো-তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য প্রায় ছ'বার অডিশন দিলেও সুযোগ মেলেনি। সেখান থেকেই জন্মায় জেদ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পথ খুঁজতে অবশেষে বিশেষ উপায়ে অবলম্বনে সচেষ্ট হন।
আরও পড়ুনঃ প্রেম হবে গাঢ়, ভালবাসার সপ্তাহে প্রিয়জনকে দিন বিশেষ 'এই' গোলাপ, তাজা থাকবে ১৫ দিন
বিশেষ কোনও স্বীকৃতি অর্জন করলে হয়তো সৌরভের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে এই আশা নিয়ে, সোশ্যাল মিডিয়া ঘেঁটে বিশ্ব মঞ্চের একাধিক গাইড লাইন মেনে ১ টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরির কথা মাথায় আসে ব্রতজিতের। এরপরই শুরু হয় চেষ্টা, অবশেষে গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেলেন ব্রতজিত। ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি।
ছেলের এই সাফল্যে খুশি সরকার দম্পতি। শুধু তাই নয়, এলাকার ছেলে ব্রতজিতের এই সাফল্যে জগদ্দলের কেউটিয়ার বাসিন্দারাও রীতিমতো উচ্ছ্বসিত। আগামী দিনে ব্রতজিতের থেকে আরও নতুন কিছু সৃষ্টির আশা রাখছেন দম্পতি পরিবার-সহ এলাকার বাসিন্দারা। ব্রতজিৎও চান আগামী দিনে আরও নতুন কিছু করে দেশবাসীর কাছে নিজেকে প্রতিষ্ঠা করতে।
Rudra Narayan Roy