এদিন বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজার এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানায় জাতি, ধর্ম নির্বিশেষে ১৭ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্র-পাত্রীদের উপস্থিতিতে গণবিবাহ সম্পন্ন হয়। বিবাহ উপলক্ষে একেবারে মেলার রূপ নেয় বসিরহাটের বেকি এলাকা।
আরও পড়ুন: দম্পতির জোড়া দেহ উদ্ধার! অভাবের তাড়নায় চরম সিধান্ত, বারুইপুরে চাঞ্চল্য
advertisement
মূলত সমাজের আর্থিক ভাবে দুর্বল পরিবারের পিতা মাতার মুখে হাসি ফোটানোর পাশাপাশি অনাথ ছেলেমেয়েদের বিবাহ সম্পন্ন হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্র-পাত্রীদের বিবাহ একই মঞ্চে দেখল বসিরহাটবাসী। একসঙ্গে অনেকগুলো বিয়ে হওয়ায় খুশি পাত্র-পাত্রীরা।
আরও পড়ুন: মার্চের শুরুতেই ৩৬ ডিগ্রি তাপমাত্রা! জ্বালা ধরানোর ইঙ্গিত পুরুলিয়ায়
হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের যার যার ধর্ম রীতি মেনে সম্পাদন হল বিবাহর কাজ। উদ্যোক্তা ঔরঙ্গজেব আগা বলেন, সীমান্ত-সুন্দরবন এলাকায় মেয়ে পাচার হয়ে যাওয়ার ঘটনা শোনা যায়। বিয়ের নামে অন্য রাজ্য থেকে ছেলেরা এসে পাঁচ হাজার দশ হাজার টাকা পাত্রীর বাবাকে দিয়ে বিয়ে করার নামে মেয়েকে নিয়ে চলে যায় এবং সেই মেয়ে আর ফিরে আসে না।'
তাই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আইনগত প্রদ্ধতি মেনে পাত্র পাত্রী নির্বাচিত করা হয় এবং নবদম্পতি দের হাতে নতুন সংসার জীবনের জন্য গৃহসজ্জা ও সাংসারিক জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
জুলফিকার মোল্যা