TRENDING:

North 24 Parganas News|| ইউটিউবার কিশোরীর ৫ তলা থেকে মরণঝাঁপ, কারণ নিয়ে ধোঁয়াশা, চেনেন কিশোরীকে?

Last Updated:

15 years old YouTuber tried to commit death : আবাসনের পাচঁতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ইউটিউবার ওই কিশোরীর এই পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আবাসন চত্বরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোদপুর: সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাচঁতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ইউটিউবার ওই কিশোরীর এই পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আবাসন চত্বরে।
advertisement

কিশোরী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কোনও সমস্যার কারণে ১৫ বছর বয়সী ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়েছে বলেই অনুমান করছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা।

আরও পড়ুনঃ পুজোর দিনে তৈরি হয় ঠাকুর, সূর্যোদয়ের আগেই বিসর্জন, প্রাচীন রক্ষাকালীর ছবি তোলাও নিষিদ্ধ

advertisement

জানা গিয়েছে, কিছুদিন হয়েছে ওই পরিবার এই আবাসনে আসেন। খুব একটা কারও সঙ্গে কথাও বলতেন না পরিবারের কেউ। তাই কেন এই ঘটনা তা স্পষ্ট নয় আবাসনের বাসিন্দাদের কাছেও। তবে ওই কিশোরী ইউটিউবার বলেই জানা গিয়েছে। ইউটিউবে ভিডিওর পাশাপাশি টিকটকেও প্রচুর ভিডিও বানাতেন।

View More

আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় বাবা-মাকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে থেকে দরজার আটকে দেয় কিশোরী। এরপরই ছাদে চলে যান। এরপরই, তাঁর মা, বাবার চিৎকার শুনতে পান আবাসনের এক মহিলা। তিনি এসে দরজা খুলতেই সকলে ছুটে যান ছাদে। তবে ততক্ষণে ওই কিশোরী ঝাঁপ দিয়ে দিয়েছেন। দ্রুত তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় আরজি কর হাসপাতালে। কেন এই সিদ্ধান্ত নিল কিশোরী? তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| ইউটিউবার কিশোরীর ৫ তলা থেকে মরণঝাঁপ, কারণ নিয়ে ধোঁয়াশা, চেনেন কিশোরীকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল