Kali Puja|| পুজোর দিনে তৈরি হয় ঠাকুর, সূর্যোদয়ের আগেই বিসর্জন, প্রাচীন রক্ষাকালীর ছবি তোলাও নিষিদ্ধ

Last Updated:

Historic Kali Puja of Birbhum: প্রায় দেড়শ বছর আগে সিউড়ির পার্শ্ববর্তী গোবরা গ্রাম থেকে জনৈক্য ব্রাহ্মণ এসে খড়ের ছাউনিতে পুজো শুরু করেছিলেন রক্ষাকালীর।

+
title=

#বীরভূম: প্রায় দেড়শ বছর আগে সিউড়ির পার্শ্ববর্তী গোবরা গ্রাম থেকে জনৈক্য ব্রাহ্মণ এসে খড়ের ছাউনিতে পুজো শুরু করেছিলেন রক্ষাকালীর। সিউড়ির ১৭ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া সোনাতোর পাড়ার এই রক্ষা কালীপুজো হয়ে থাকে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে নানা রীতিনীতি রয়েছে। সেই সকল রীতিনীতির মধ্যে উল্লেখযোগ্য হল পুজোর দিন প্রতিমা তৈরি করা হয় এবং সেই প্রতিমা এনে রাতে পুজো করার পর সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়া হয়।
এ ছাড়াও এখানে বেদির ছবি এবং প্রতিমার ছবি তোলা নিষিদ্ধ। বছরের পর বছর ধরে এই একই রীতিতে এখানে রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়ে আসছে।
আরও পড়ুনঃ কলকাতার অদূরে অফবিট পিকনিক স্পট! বছর শুরুর দিনে ঘুরে আসুন 'পয়লা নম্বরে'
এখানকার এই রক্ষাকালী পুজো উপলক্ষে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটে। পুজো দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য হল মালসার ব্যবহার। মাটির পাত্র মালসাতে পুজো সামগ্রী দেওয়ার জন্য পুজোর দিন সকাল থেকেই পুণ্যার্থীদের লাইন দেখা যায় চোখে পড়ার মত। এরপর রাতে পুজোর শেষ হলে পরদিন সকাল থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য ছুটে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টয়ট্রেনে বসে যাত্রীরা এ বার সুড়ঙ্গের অন্দরে, কোথায় মিলবে এই জয় রাইড?
রক্ষা কালী পুজো একদিনের হলেও টানা আট দিন ধরে মেলা বসে। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে লোকসংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ ছাড়াও প্রতিবছর এখানে পুজোর পর একদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুজোর পর অষ্টমঙ্গলার দিন নরনারায়ণ সেবা করানো হয়।
advertisement
বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে, তবে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার সিউড়ির রক্ষাকালী তলায় যে রক্ষাকালীপুজোর আয়োজন হয় তা এলাকায় সবচেয়ে বড় কালীপুজো হিসাবেই পরিচিত।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Kali Puja|| পুজোর দিনে তৈরি হয় ঠাকুর, সূর্যোদয়ের আগেই বিসর্জন, প্রাচীন রক্ষাকালীর ছবি তোলাও নিষিদ্ধ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement