Weekend Trip|| কলকাতার অদূরে অফবিট পিকনিক স্পট! বছর শুরুর দিনে ঘুরে আসুন 'পয়লা নম্বরে'

Last Updated:

Weekend Trip, Picnic Spot: দিঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এবার নতুন কোনো জায়গায় যেতে চান। তাহলে ঘুরে আসুন কুলপির নিশ্চিন্তপুরের পয়লা নম্বর। এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি মুগ্ধ করবে আপনাকে।

+
title=

#কুলপি: দিঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এ বার নতুন কোনও জায়গায় যেতে চান। তাহলে ঘুরে আসুন কুলপির নিশ্চিন্তপুরের পয়লা নম্বর। এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি মুগ্ধ করবে আপনাকে। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে। ভাড়া লাগবে ১৫ টাকা। সেখান থেকে টোটোতে চেপে পয়লা নম্বর। ভাড়া ২৫ টাকা। তাহলে হাতে মাত্র ৫০ টাকা থাকলেই এই স্থানে আসতে পারেন আপনি।
হুগলি নদীর তীরে পলি জমে ধীরে ধীরে গড়ে উঠছিল এই স্থান। বর্তমানে এই স্থান অনেকটাই বিস্তার লাভ করেছে। ফলে এক বিস্তীর্ণ তটভূমি সৃষ্টি হয়েছে এখানে। প্রথমে স্থানীয়রা এখানে বছরের নির্দিষ্ট কিছু দিনে পিকনিক করতে আসত। পরে ধীরে ধীরে এই স্থানের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে ভিড় জমাতে শুরু করে বাইরের পর্যটকরাও। হাতে খুব অল্প সময় থাকলে এই স্থানে আসতে পারেন আপনি। পিকনিক করার জন্য উপযুক্ত যায়গা এটি।
advertisement
কুলপির 'পয়লা নম্বর'
advertisement
কুলপির 'পয়লা নম্বর' কুলপির 'পয়লা নম্বর'
আরও পড়ুনঃ বগটুই গণহত্যার মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, কী জানালেন পুলিশ সুপার
তবে পিকনিক স্পট হিসাবে নতুন রূপে এই স্থান গড়ে ওঠায় এখানে থাকার জন্য ভাল হোটেল নেই। এখানে আসলে আপনাকে ফিরতে হবে সন্ধ্যার আগে। থাকার জন্য এখান থেকে আপনি বাসে চেপে কাকদ্বীপ অথবা ডায়মন্ড হারবারে পৌঁছে হোটেল নিতে পারেন। অথবা আপনি বাড়িতে ফিরে যেতে পারেন।
advertisement
তাহলে আর চিন্তা কি হাতে কম সময় থাকলে এবার বছরের পয়লা দিনে ঘুরে আসুন পয়লা নম্বরে। একটা গোটা দিন কিভাবে কেটে যাবে আপনি ধারণাও করতে পারবেন না।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Weekend Trip|| কলকাতার অদূরে অফবিট পিকনিক স্পট! বছর শুরুর দিনে ঘুরে আসুন 'পয়লা নম্বরে'
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement