Bogtui Follow up || বগটুই গণহত্যার মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, কী জানালেন পুলিশ সুপার

Last Updated:

সোমবার সন্ধ্যেবেলায় হঠাৎ জানা যায় সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা মামলার মূল অভিযুক্ত লালন শেখের।

+
title=

#বীরভূম: সোমবার সন্ধ্যায় হঠাৎ জানা যায় সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা মামলার মূল অভিযুক্ত লালন শেখের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবি এই ঘটনার জন্য সিবিআইয়ের দিকে আঙুল তোলার পাশাপাশি ভাদুর ভাইদের দিকেও অভিযোগের নিশানা করেছেন। তাঁর অভিযোগ, সিবিআই স্বামীকে মেরে ফেলেছে এবং ভাদু শেখের ভাইরা তাঁদের সবাইকে ফাঁসিয়েছে।
মার্চ মাসে রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে যাওয়া গণহত্যার ৮ মাস পর গত ৩ ডিসেম্বর সিবিআই আধিকারিকরা মূল অভিযুক্ত লালন শেখকে ঝাড়খণ্ডের নরোত্তমপুর গ্রাম থেকে গ্রেফতার করে। ৪ ডিসেম্বর আদালতে তোলা হলে প্রথমে ৬ দিন এবং পরে ৩ দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়। হেফাজতে থাকাকালীনই সোমবার ঝুলন্ত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার হয় লালনের মৃতদেহ।
advertisement
আরও পড়ুনঃ রামপুরহাট মেডিক্যালে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ময়নাতদন্ত, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার তড়িঘড়ি রামপুরহাটে পৌঁছন। তিনি জানান, "সিবিআইয়ের ডিআইজি অফিস থেকে ফোনে জানানো হয়, লালন শেখকে হেফাজতে নিয়ে তদন্ত চলছিল। তবে তাঁর মৃত্যু হয়েছে। বিকাল ৪:৪০ মিনিট নাগাদ রামপুরহাট থানা এবং ৫'টা নাগাদ আমায় ফোন করে বিষয়টি জানানো হয়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আমরা মামলা শুরু করব। মামলা শুরু করার ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী এই মামলা শুরু করা হবে। এরপর তদন্ত করে জানানো হবে মৃত্যুর কারণ কী রয়েছে। হেফাজতে থাকাকালীন কারো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী মামলা শুরু করা হবে। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন লালন।"
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bogtui Follow up || বগটুই গণহত্যার মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, কী জানালেন পুলিশ সুপার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement