রামপুরহাট মেডিক্যালে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ময়নাতদন্ত, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Last Updated:

সোমবার রাতে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রী থেকে লালন শেখের দেহ নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। নিয়ম মেনে গাড়ির মধ্যে করা হয় ইসিজি

#রামপুরহাট: সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের। সোমবার সন্ধ্যায় লালন শেখের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার রাতে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রী থেকে লালন শেখের দেহ নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। নিয়ম মেনে গাড়ির মধ্যে করা হয় ইসিজি। এরপর, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহ প্রবেশ করানো হল। যে-ঘরে ময়নাতদন্ত চলছে, তার বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে লালনের মৃত্যু হয়। গত ৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় মুফ্শিল থানার নরোত্তমপুর থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআইয়ের গোয়েন্দারা। ৪ ডিসেম্বর তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ছ’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ১০ ডিসেম্বর ফের তাঁকে দ্বিতীয় বারের জন্য তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেইদিন থেকে সিবিআইয়ের হেফাজতেই ছিল লালন শেখ। স্বাভাবাকি কারণে তাঁর মৃত্যুতে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাহলে কী অসুস্থ ছিল লালন, প্রশ্ন উঠছে তাও৷
advertisement
এর আগে সিবিআই দাবি করেছিল, বগটুই কাণ্ডের চাঁই এই লালন শেখ, ঘটনাচক্রে যে সেই ঘটনায় মৃত ভাদু শেখের এক সময়ের ডান হাত৷ সেই কারণেই তদন্তে একাধিক পর্যায়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদের পর লালনের দিকে সন্দেহর তীর ঘোরে৷ তার পর তদন্ত আরও গিয়ে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পরই ঝাড়খণ্ড থেকে কয়েকদিন আগেই লালনকে গ্রেফতার করে সিবিআই৷
advertisement
advertisement
উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে বোমা ছুড়ে হত্যা করা হয় ভাদু শেখকে৷ তার পর ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়৷ রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে৷
AKSHAY DHIBAR
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রামপুরহাট মেডিক্যালে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ময়নাতদন্ত, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement