TRENDING:

Team India: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উড়ল সবচেয়ে বেশি ট্র্যাক করা 'AIC24WC' এয়ার ইন্ডিয়ার বিমানটি, মুহূর্তে ভাইরাল পোস্ট

Last Updated:

Air India's T 20 winners most tracked flight বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান,'AIC24WC'৷ যাত্রাপথ ছিল ১৬৩৪৫ কিমি দীর্ঘ পথ৷ সময় লেগেছে প্রায় ১৬ ঘণ্টা৷ এই বিশেষ বিমানকে নিয়ে তাই কৌতুহলের শেষ নেই৷ সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানের রেকর্ড ছুল এই বিশেষ বিমান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ বছরের খরা কেটেছে বার্বাডোসে৷ কিন্তু বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল হ্যারিকেন বেরিলের দাপটে আটকে পড়েছিল বার্বাডোসের মাটিতে৷ যেখানে বিরাট, রোহিতদের ছবি সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে৷ বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান,’AIC24WC’৷ যাত্রাপথ ছিল ১৬৩৪৫ কিমি দীর্ঘ পথ৷ সময় লেগেছে প্রায় ১৬ ঘণ্টা৷ এই বিশেষ বিমানকে নিয়ে তাই কৌতুহলের শেষ নেই৷ সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানের রেকর্ড ছুল এই বিশেষ বিমান৷
বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ওড়া 'AIC24WC' এয়ার ইন্ডিয়ার বিমানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে
বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ওড়া 'AIC24WC' এয়ার ইন্ডিয়ার বিমানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে
advertisement

আরও পড়ুন: মুম্বইয়ে ‘বিজয় রথে’ সওয়ার টিম ইন্ডিয়া, আরব সাগরের তীরে বিশ্বজয়ীদের দেখতে জনসুনামি

ফ্লাইট ট্র্যাকিং পোর্টাল তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট- টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে৷’’ পোর্টালের রিয়েল টাইম তথ্য অনুযায়ী প্রায় ৫২৫২ জন ইউজার এই বিমানটিকে ট্র্যাক করেছেন৷ টুইটার হ্যান্ডেলে এই পোর্টাল তাঁদের দ্বিতীয় পোস্ট করেছিল, ‘‘আর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটররা দিল্লি অবতরণ করবে৷’’ এই পোস্ট সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল৷ ভিউয়ের সংখ্যা প্রায় দু’লক্ষের কাছাকাছি৷ পোস্টের কমেন্ট সেকশন হার্ট ইমোজি, ফারার ইমোটিকন ও ‘ম্যান ইন ব্লু’র প্রশংসায় ভরে গেছে৷

advertisement

আরও পড়ুন: প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

বুধবারে বার্বাডোস থেকে রওনা দেওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় থাকা বিমানটি বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দেশের মাটি ছুঁয়েছিল৷ সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়৷ হোটেলে পৌঁছে কেক কাটেন বিরাট, রোহিতরা৷ মুম্বাইতে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানানোর জন্য উন্মুক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে৷ রাস্তা জুড়ে স্বপ্ন ছুঁয়ে আসা বিশ্বজয়ীদের দেখতে মুম্বাইয়ের রাস্তা এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে৷ তারপর তাঁদের ওয়াংখেড়েতে সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Team India: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উড়ল সবচেয়ে বেশি ট্র্যাক করা 'AIC24WC' এয়ার ইন্ডিয়ার বিমানটি, মুহূর্তে ভাইরাল পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল