Team India: মুম্বইয়ে 'বিজয় রথে' সওয়ার টিম ইন্ডিয়া, আরব সাগরের তীরে বিশ্বজয়ীদের দেখতে জনসুনামি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ, তার আঁচ বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমান বন্দরে টের পেয়েছিল ভারতীয় দল। আর ফ্যানেদের উচ্ছ্বাসের বাঁধা ভাঙা ছবি ধরা পড়ল মুম্বইয়ে।
মুম্বই: বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ, তার আঁচ বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমান বন্দরে টের পেয়েছিল ভারতীয় দল। আর ফ্যানেদের উচ্ছ্বাসের বাঁধা ভাঙা ছবি ধরা পড়ল মুম্বইয়ে। আরব সাগরের তীরে জনসুনামি বললেও খুব একটা ভুল হবে না। বিশ্বজয়ের পর হুড খোলা বাসে ফ্যানেদের ভালবাসায় ভেসে গেলন রোহিত-বিরাটরা।
টি-২০ বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে ভারতে পৌছায় টিম ইন্ডিয়া। সকাল ৬.০৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটারেরা। বিমান বন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল। হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে বিকেলে মুম্বইয়ে পৌছায় ভারতীয় দল।
advertisement
Team India’s flight gets a water salute at airport. pic.twitter.com/b2Xcb6ctCV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
advertisement
ভারতীয় ক্রিকেটারদের বিমান মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
advertisement
MUMBAI 📍#TeamIndia | #T20WorldCup | #Champions pic.twitter.com/ptybnDqGsu
— BCCI (@BCCI) July 4, 2024
মুম্বই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত, বিরাটেরা। সেখানে একটি বিশেষ হুডখোলা বাসের ব্যবস্থা করা হয় র্যালির জন্য। সেই বাসে চেপে প্রায় ২ কিমি পথ পরিক্রমা করে ভরতীয় দল। আরব সাগরের তীরে তখন জনসমুদ্র। সকলেই বিশ্বজয়ী ভারতীয় টিমকে একবার চোখের দেখা দেখতে চাইছে। ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করলেন না ফ্যানেদের। নেচে-গেয়ে ফ্যানেদের সঙ্গে গা ভাসালেন ক্রিকেটাররা। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন ভারতীয় দল। সেখানে তাঁদের সংবর্ধনা দেবে বিসিসিআই।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 7:03 PM IST