North Bengal news: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের নিজেকে শেষ করার ঘটনায় গ্রেফতার ২! তদন্তে পুলিশ

Last Updated:

বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। গত শুক্রবার ফাঁসিদেওয়ার একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে।

কেন আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী
কেন আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। গত শুক্রবার ফাঁসিদেওয়ার একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে।
পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ম্যানেজার এবং এক কর্মীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ১৪ লক্ষ টাকা গরমিলের অভিযোগ রয়েছে খবর। জানা গিয়েছে, ব্যাংক থেকে সামান্য সময়ের জন্য বাথরুম যাওয়ার নাম করে দীর্ঘ সময় ফিরে না আসায় অন্যান্য ব্যাংক কর্মীদের সন্দেহ হয়।
advertisement
advertisement
পরে ঘরের ভেতর প্রহ্লাদ বসাকের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার পর ফাঁসিদেওয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই ব্যাংক কর্তৃপক্ষ প্রায় ১৪ লক্ষ টাকা হিসেবে গড়মিলের অভিযোগ এনে ফাঁসিদেওয়া থানা অভিযোগ করলে পুলিশ ম্যানেজার প্রতাপ সরকার ও আরও এক কর্মী সমীর দেবনাথকে গ্রেফতার করে।
advertisement
রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করবে ফাঁসিদেওয়া থানার পুলিশ। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই ব্যাঙ্ক কর্মী তা নিয়েই প্রশ্ন উঠছে, টাকার চাপ নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal news: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের নিজেকে শেষ করার ঘটনায় গ্রেফতার ২! তদন্তে পুলিশ
Next Article
advertisement
Narendra Modi: কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি মোদির
কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি ম
  • আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের৷

  • দিল্লির উদাহরণ দিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement