North Bengal news: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের নিজেকে শেষ করার ঘটনায় গ্রেফতার ২! তদন্তে পুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। গত শুক্রবার ফাঁসিদেওয়ার একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। গত শুক্রবার ফাঁসিদেওয়ার একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে।
পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ম্যানেজার এবং এক কর্মীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ১৪ লক্ষ টাকা গরমিলের অভিযোগ রয়েছে খবর। জানা গিয়েছে, ব্যাংক থেকে সামান্য সময়ের জন্য বাথরুম যাওয়ার নাম করে দীর্ঘ সময় ফিরে না আসায় অন্যান্য ব্যাংক কর্মীদের সন্দেহ হয়।
advertisement
advertisement
পরে ঘরের ভেতর প্রহ্লাদ বসাকের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার পর ফাঁসিদেওয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই ব্যাংক কর্তৃপক্ষ প্রায় ১৪ লক্ষ টাকা হিসেবে গড়মিলের অভিযোগ এনে ফাঁসিদেওয়া থানা অভিযোগ করলে পুলিশ ম্যানেজার প্রতাপ সরকার ও আরও এক কর্মী সমীর দেবনাথকে গ্রেফতার করে।
advertisement
রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করবে ফাঁসিদেওয়া থানার পুলিশ। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই ব্যাঙ্ক কর্মী তা নিয়েই প্রশ্ন উঠছে, টাকার চাপ নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 7:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal news: বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের নিজেকে শেষ করার ঘটনায় গ্রেফতার ২! তদন্তে পুলিশ










