Credit card in cibil score: একটার বেশি ক্রেডিট কার্ড থাকলে সিবিল স্কোর বাড়ে না কমে? কী বলছে নিয়ম, জেনে নিন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Credit card in cibil score: আগে ক্রেডিট কার্ড শুধু payment-এর জন্য ব্যবহার হত, এখন এটা cashback, উপহার এমনকী অনেক সময় বিশেষ অফারের জন্যও ব্যবহার হয়। এই অবস্থায় প্রশ্ন ওঠে, একাধিক card রাখলে কি আপনার সিবিল স্কোরে কি প্রভাব পড়তে পারে?
এখন অনলাইনে কেনাকাটা হোক বা শপিং মলে, এমনকি তেল কেনার সময়ও অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন দেখা যায়। আগে এটা শুধু payment-এর জন্য ব্যবহার হত, এখন এটা cashback, উপহার এমনকী অনেক সময় বিশেষ অফারের জন্যও ব্যবহার হয়। এই অবস্থায় প্রশ্ন ওঠে, একাধিক card রাখলে কি আপনার সিবিল স্কোরে কি প্রভাব পড়তে পারে?
advertisement
advertisement
Credit Utilization Ratioবেশি ক্রেডিট কার্ড থাকার সুবিধা হল, যত বেশি credit card থাকবে, মোট credit limit বাড়বে। যদি খরচ সেই অনুপাতে কম থাকে, তাহলে credit utilization ratio কম হবে, আর এটা সিবিল স্কোর বাড়ানোর জন্য ভাল। উদাহরণ হিসেবে ধরুন, দুটো card-এর মোট limit ₹২ লাখ আর আপনি মোট ₹২০,০০০ খরচ করেন, তাহলে ratio হবে মাত্র ১০%। এই ratio-ই আপনার সিবিল স্কোর বাড়াতে সাহায্য করে।
advertisement
advertisement









