হরিণ থেকে বিদেশি পাখি...! জেলার এই নির্জন ঘন জঙ্গল এখন পিকনিক স্পট, র‌ইল ঠিকানা

Last Updated:
West Bengal Tourism : মালদহের আদিনা ফরেস্ট মিনি জু, অর্থাৎ আদিনা ডিয়ার পার্ক, এখন পর্যটকদের নতুন আকর্ষণ। শতাধিক বিদেশি পাখি ও বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে এখানে। হোয়াইট ককাটু, গোল্ডেন ফেজেন্ট, মেছো বিড়াল, চিতল হরিণ, নীল গাই। সবকিছুই খুব কাছ থেকে দেখার সুযোগ মিলছে এই সবুজ অরণ্যে।
1/5
ছুটতে হবে না আর আলিপুর কিংবা জলদাপাড়া। বাড়ির কাছেই এবার চিড়িয়াখানার স্বাদ। সবুজে ঘেরা নির্জন জঙ্গলের মাঝে চিতল হরিণ থেকে শুরু করে নীল গাই, নানা প্রজাতির বিদেশি পাখির সমাহার। এই জঙ্গলকে কেউ চেনে ফরেস্ট নামে, কেউ আবার ডিয়ার পার্ক হিসেবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ছুটতে হবে না আর আলিপুর কিংবা জলদাপাড়া। বাড়ির কাছেই এবার চিড়িয়াখানার স্বাদ। সবুজে ঘেরা নির্জন জঙ্গলের মাঝে চিতল হরিণ থেকে শুরু করে নীল গাই, নানা প্রজাতির বিদেশি পাখির সমাহার। এই জঙ্গলকে কেউ চেনে ফরেস্ট নামে, কেউ আবার ডিয়ার পার্ক হিসেবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহের আদিনা ফরেস্ট মিনি জু, অর্থাৎ আদিনা ডিয়ার পার্ক, এখন পর্যটকদের নতুন আকর্ষণ। শতাধিক বিদেশি পাখি ও বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে এখানে। হোয়াইট ককাটু, গোল্ডেন ফেজেন্ট, মেছো বিড়াল, চিতল হরিণ, নীল গাই। সবকিছুই খুব কাছ থেকে দেখার সুযোগ মিলছে এই সবুজ অরণ্যে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহের আদিনা ফরেস্ট মিনি জু, অর্থাৎ আদিনা ডিয়ার পার্ক, এখন পর্যটকদের নতুন আকর্ষণ। শতাধিক বিদেশি পাখি ও বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে এখানে। হোয়াইট ককাটু, গোল্ডেন ফেজেন্ট, মেছো বিড়াল, চিতল হরিণ, নীল গাই। সবকিছুই খুব কাছ থেকে দেখার সুযোগ মিলছে এই সবুজ অরণ্যে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
বছরের শুরু থেকেই প্রতিদিনই ব্যাপক ভিড় জমছে পর্যটকদের। কেউ পরিবার নিয়ে পিকনিক করতে আসছেন, কেউ আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে মনোরম পরিবেশে সময় কাটাতে। শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ঘেরা এই আদিনা ডিয়ার পার্ক এখন মালদহ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। প্রতিদিন হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন এখানে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বছরের শুরু থেকেই প্রতিদিনই ব্যাপক ভিড় জমছে পর্যটকদের। কেউ পরিবার নিয়ে পিকনিক করতে আসছেন, কেউ আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে মনোরম পরিবেশে সময় কাটাতে। শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ঘেরা এই আদিনা ডিয়ার পার্ক এখন মালদহ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। প্রতিদিন হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন এখানে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
ডিয়ার পার্কের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান, “বছরের শুরু থেকেই বহু পর্যটক পিকনিক ও প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে এখানে আসছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসজুড়েই অফ-ডে ছাড়াই ডিয়ার পার্ক খোলা রাখা হয়েছে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ডিয়ার পার্কের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান, “বছরের শুরু থেকেই বহু পর্যটক পিকনিক ও প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে এখানে আসছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসজুড়েই অফ-ডে ছাড়াই ডিয়ার পার্ক খোলা রাখা হয়েছে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান, “প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিট মূল্য ২৫ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিয়ার পার্ক খোলা থাকে। পিকনিকের জন্য আলাদা ফাঁকা জায়গা রয়েছে, যার জন্য কোনও অতিরিক্ত মূল্য দিতে হয় না। তবে ডিজে কিংবা বড় সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
তিনি আরও জানান, “প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিট মূল্য ২৫ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিয়ার পার্ক খোলা থাকে। পিকনিকের জন্য আলাদা ফাঁকা জায়গা রয়েছে, যার জন্য কোনও অতিরিক্ত মূল্য দিতে হয় না। তবে ডিজে কিংবা বড় সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement