বাংলার মানুষ আসল পরিবর্তন চাইছে৷ রবিবার সিঙ্গুরের সভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, 'সবাই এখানে একই ভাবনা নিয়ে এসেছে, আসল পরিবর্তন চাই৷ সবাই ১৫ বছরের জঙ্গলরাজের অবসান চায়৷ বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট বিহারে জঙ্গলরাজ আটকেছে৷ এবার বাংলায় তৃণমূলের মহাজঙ্গলরাজ অবসানে সবাই তৈরি৷' একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রে তাঁর সরকারই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে৷ মোদির প্রশ্ন, 'তৃণমূল তো দিল্লিতে সনিয়া গান্ধির সরকারে ছিল, তখন এই কাজগুলি হয়নি কেন? আমার বাংলার প্রতি ভালোবাসা আছে। তাই এই সব কাজ করছি৷'
Last Updated: Jan 18, 2026, 19:42 IST


