এদিন মোদি বলেন, “বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ জরুরি। সেই কাজ কেন্দ্রীয় সরকার করে চলেছে। বিকাশের জন্য আজ একাধিক প্রকল্পের শিলান্যাস করলাম, উদ্বোধন করলাম। গতকাল দেশের প্রথম বন্দেভারত স্লিপার বাংলা থেকে চালু হল। আজ একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু করলাম। তার মধ্যে একটা ট্রেন আমার সংসদীয় এলাকা বারাণসীকে জুড়ছে”।
advertisement
বলাগড়ে বন্দরে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করে মোদি বলেন, “বলাগড় বন্দরের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করলাম। বাংলার এই কাজের মাধ্যমে উৎপাদন ও লজিস্টিক হাব হতে পারে। যত কাজ হবে তত কর্মসংস্থান হবে, রোজগার হবে”।
আরও পড়ুন: একটার বেশি ক্রেডিট কার্ড থাকলে সিবিল স্কোর বাড়ে না কমে? কী বলছে নিয়ম, জেনে নিন
সেই সঙ্গে বলাগড় বন্দর প্রসঙ্গে মোদি বলেন, “বলাগড়ে বন্দরের কাজ হচ্ছে। এর ফলে কলকাতায় বন্দরের জন্য ট্রাফিকের চাপ কমবে। জলপথ ব্যবহার করে আসবে পণ্য, লজিস্টিকস সুবিধা হবে। এতে পরিবহণ খরচ ও সময় কমবে। পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক নৌকা চালানোয় দূষণ কমবে”। সেই সঙ্গে মোদির দাবি, আগামী দিনে এই প্রকল্পের সুবিধা কৃষক ও ব্যবসায়ীরা পাবেন, বাংলার উন্নতিতে কাজ হবে”।
