অভিভাবকরা বলেন, লকডাউনে পরিবার প্রধানের উপার্জন তলানীতে ফলে তাদের গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি । তাই খুব বেশি ভালো ফলাফল এবার করতে পারেনি তাদের সন্তানেরা। বেশ কিছু ছাত্র ছাত্রী অন্যান্য বিষয়ে লেটার মার্কস এর সমতুল্য পেলেও ফেল করেছে ইংরেজিতে। বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের সামনে পুনরায় খাতা দেখানোর দাবিতে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান।
advertisement
আরও পড়ুনঃ ১০৮ জন ব্রাহ্মণকে দিয়ে করানো হয় জগন্নাথ দেব এর স্নান! জানুন এর পুরাণ কাহিনী
পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ সময়, বীননগর থানার পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে কথা বলান। এ প্রসঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন তাদের হাতে শুধুমাত্র কুড়ি নম্বর ছাড়া, বাকি সবই বোর্ডের এক্তিয়ার ভুক্ত।
আরও পড়ুনঃ ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাঠানো যাচ্ছে না শাকসব্জি, বাড়তে পারে দাম?
আগামী ২০ তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর শিক্ষা দফতরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। উল্লেখ্য জেলার, ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল এবং ফুলিয়ার একটি বিদ্যালযতেও এ ধরনের একটি বিক্ষোভের কথা জানা যায়।
Mainak Debnath