Nadia Train : ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাঠানো যাচ্ছে না শাকসব্জি, বাড়তে পারে দাম?

Last Updated:

Nadia Train : কৃষকদের অনেক অনুরোধের ফলে শাকসবজি ফল ইত্যাদি কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য চালু করা হয়েছিল গেদে মাজদিয়া থেকে কলকাতার উদ্দেশে কৃষক স্পেশাল ট্রেন ।

+
শাকসবজি

শাকসবজি মূলত পাঠানো হত ভোরবেলা ট্রেনে করে

নদিয়া: নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা গেদে মাজদিয়া থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি ফল কলকাতা ও শহরতলিতে পাঠানো হয় । এই জেলার একাধিক কৃষকেরা শাকসবজি ফল পাঠিয়ে জীবিকা নির্বাহ করে থাকে । এই শাকসবজি মূলত পাঠানো হত ভোরবেলা ট্রেনে করে । তবে ভোরবেলায় অফিসযাত্রীদের ভিড় হওয়ার ফলে ট্রেনে করে সেই সমস্ত কাঁচামাল নিয়ে যেতে অসুবিধা হত কৃষকদের ।
কৃষকদের অনেক অনুরোধের ফলে শাকসবজি ফল ইত্যাদি কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য চালু করা হয়েছিল গেদে মাজদিয়া থেকে কলকাতার উদ্দেশে কৃষক স্পেশাল ট্রেন । এই কৃষক স্পেশাল ট্রেন চালু করার সময় উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । কৃষক স্পেশাল ট্রেন চালু হওয়ার ফলে অনেক সহজ ভাবে কৃষকেরা কাঁচামাল ও বিভিন্ন ফল খুব সহজেই নিয়ে যেতেন ট্রেনে করে শহরতলিতে ।
advertisement
তবে বেশ কিছুদিন যাবৎ এই কৃষক স্পেশাল ট্রেন আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আবারও আগের মতোই মহা বিপদে পড়েছেন জেলার একাধিক কৃষক ও সবজি বিক্রেতারা ।
advertisement
আরও পড়ুন :  জানেন কি কেন তমলুকের একাধিক প্রাচীন মন্দির কেন পশ্চিমমুখী?
কৃষক স্পেশাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশিরভাগ শাকসবজি বর্তমানে কৃষকেরা পাঠাচ্ছেন প্যাসেঞ্জার ট্রেনে করে । নিত্যযাত্রীদের ভিড়ে ঠিকঠাকভাবে পাঠানো যাচ্ছে না শাকসবজি শহরতলিতে, জানালেন বিভিন্ন কৃষক ।
advertisement
আরও পড়ুন :  বাবা পরিযায়ী শ্রমিক, মায়ের সঙ্গে বেতের ঝুড়ি বুনেও উচ্চ মাধ্যমিকে অসাধারণ জিতু
এ ছাড়াও বর্তমানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সড়কপথেও শাকসবজি পাঠালে লভ্যাংশের পরিমাণ খুব একটা বেশি থাকে না বলেও জানান তাঁরা । তাঁদের দাবি অবিলম্বে কৃষক স্পেশাল ট্রেন পুনরায় চালু করার । কৃষক স্পেশাল ট্রেন চালু না হলে ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা শাকসবজি শহরতলিতে পাঠাতে আরও অসুবিধায় পড়বেন বলে মনে করেন।
advertisement
(Mainak Debnath)
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia Train : ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাঠানো যাচ্ছে না শাকসব্জি, বাড়তে পারে দাম?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement