নদিয়া: নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা গেদে মাজদিয়া থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি ফল কলকাতা ও শহরতলিতে পাঠানো হয় । এই জেলার একাধিক কৃষকেরা শাকসবজি ফল পাঠিয়ে জীবিকা নির্বাহ করে থাকে । এই শাকসবজি মূলত পাঠানো হত ভোরবেলা ট্রেনে করে । তবে ভোরবেলায় অফিসযাত্রীদের ভিড় হওয়ার ফলে ট্রেনে করে সেই সমস্ত কাঁচামাল নিয়ে যেতে অসুবিধা হত কৃষকদের ।
কৃষকদের অনেক অনুরোধের ফলে শাকসবজি ফল ইত্যাদি কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য চালু করা হয়েছিল গেদে মাজদিয়া থেকে কলকাতার উদ্দেশে কৃষক স্পেশাল ট্রেন । এই কৃষক স্পেশাল ট্রেন চালু করার সময় উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । কৃষক স্পেশাল ট্রেন চালু হওয়ার ফলে অনেক সহজ ভাবে কৃষকেরা কাঁচামাল ও বিভিন্ন ফল খুব সহজেই নিয়ে যেতেন ট্রেনে করে শহরতলিতে ।
তবে বেশ কিছুদিন যাবৎ এই কৃষক স্পেশাল ট্রেন আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আবারও আগের মতোই মহা বিপদে পড়েছেন জেলার একাধিক কৃষক ও সবজি বিক্রেতারা ।
আরও পড়ুন : জানেন কি কেন তমলুকের একাধিক প্রাচীন মন্দির কেন পশ্চিমমুখী?
কৃষক স্পেশাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশিরভাগ শাকসবজি বর্তমানে কৃষকেরা পাঠাচ্ছেন প্যাসেঞ্জার ট্রেনে করে । নিত্যযাত্রীদের ভিড়ে ঠিকঠাকভাবে পাঠানো যাচ্ছে না শাকসবজি শহরতলিতে, জানালেন বিভিন্ন কৃষক ।
আরও পড়ুন : বাবা পরিযায়ী শ্রমিক, মায়ের সঙ্গে বেতের ঝুড়ি বুনেও উচ্চ মাধ্যমিকে অসাধারণ জিতু
এ ছাড়াও বর্তমানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সড়কপথেও শাকসবজি পাঠালে লভ্যাংশের পরিমাণ খুব একটা বেশি থাকে না বলেও জানান তাঁরা । তাঁদের দাবি অবিলম্বে কৃষক স্পেশাল ট্রেন পুনরায় চালু করার । কৃষক স্পেশাল ট্রেন চালু না হলে ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা শাকসবজি শহরতলিতে পাঠাতে আরও অসুবিধায় পড়বেন বলে মনে করেন।
(Mainak Debnath)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia