Tamluk Ancient Temple : জানেন কি কেন তমলুকের একাধিক প্রাচীন মন্দির কেন পশ্চিমমুখী?

Last Updated:

Tamluk Ancient Temple : প্রাচীন তাম্রলিপ্ত নগরী বা অধুনা তমলুকে একসঙ্গে এতগুলো পশ্চিমমুখী মন্দির কেন ?

+
প্রাচীন

প্রাচীন এই শহরে একাধিক প্রাচীন মন্দির রয়েছে পশ্চিমমুখী

তমলুক : পূর্ব মেদিনীপুরের প্রাচীন শহর তমলুক । প্রাচীন এই শহরে একাধিক প্রাচীন মন্দির রয়েছে পশ্চিমমুখী । তমলুকের বর্গভীমা মন্দির, চক্রেশ্বর শিব মন্দির, জিষ্ণু হরি মন্দির । মন্দিরগুলির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল সব মন্দিরই পশ্চিমমুখী । তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা । পুরাণে বর্ণিত বর্গভীমা ৫১ শক্তি পীঠের এক পীঠ ।
আমরা সাধারণত জানি সনাতন হিন্দু ধর্ম মেনে কোনও হিন্দু দেব দেবীর মন্দির পশ্চিমমুখী হয় না । অথচ শক্তিপীঠের এই পীঠ পশ্চিমমুখী । শুধু বর্গভীমা মন্দির নয়, মহাভারতের শান্তিপর্ব বর্ণিত তমলুকের জিষ্ণু হরি মন্দিরও ৷ কথিত, পঞ্চপান্ডব কুন্তী পুজো দিয়েছিলেন বর্তমান তমলুকে অবস্থিত চক্রেশ্বরের শিব মন্দিরে । এই শিবমন্দিরটিও পশ্চিমমুখী শিব মন্দির । ভারতবর্ষের কোন জায়গায় একসঙ্গে এতগুলো পশ্চিমমুখী মন্দির দেখা যায় না ।
advertisement
প্রাচীন তাম্রলিপ্ত নগরী বা অধুনা তমলুকে একসঙ্গে এতগুলো পশ্চিমমুখী মন্দির কেন ? তা জানার চেষ্টা করলে উঠে আসে একটি চমকপ্রদ কাহিনী ।
advertisement
আরও পড়ুন :  বাবা পরিযায়ী শ্রমিক, মায়ের সঙ্গে বেতের ঝুড়ি বুনেও উচ্চ মাধ্যমিকে অসাধারণ জিতু
মন্দিরময় তমলুক শহর । তমলুক শহরের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক প্রাচীন মন্দির । প্রতিটি মন্দিরের নিজস্ব এক আলাদা বৈশিষ্ট্য রয়েছে । শোনা যায় তাম্রলিপ্ত নগরীর বিভিন্ন রাজত্বের বিভিন্ন সময়ে এই সব প্রাচীন মন্দিরগুলি নির্মাণ করেছিলেন । তমলুকের অন্যতম বর্গভীমা মন্দির স্থাপন করেছিলেন রাজা তাম্রধ্বজ, এছাড়াও জিষ্ণু হরি মন্দির তিনি স্থাপন করেছিলেন । তমলুকের চক্রেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা তথা নির্মাতার নাম পাওয়া যায় না ।
advertisement
আরও পড়ুন : মহাপ্রভুর সময় থেকেই হচ্ছে দই চিঁড়ের মেলা, জানুন দণ্ড মহোৎসবের ৫ শতকের কাহিনি
কিন্তু এই তিনটি মন্দিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তিনটি মন্দিরই পশ্চিমমুখী । এ বিষয়ে প্রাক্তন অধ্যাপক ও ইতিহাসবিদ ব্রহ্মময় নন্দ জানান, ‘‘তমলুক শহরে একাধিক প্রাচীন মন্দির রয়েছে । প্রাচীন এই মন্দিরগুলি তাম্রলিপ্ত রাজবংশের বিভিন্ন রাজারা স্থাপন করেছিলেন । তমলুকে একাধিক মন্দিরের মধ্যে বেশকিছু মন্দির পশ্চিমমুখী । এর কারণ হিসেবে একটাই তথ্য উঠে আসে, তাম্রলিপ্ত রাজবাড়ির রাজাদের ইচ্ছায়, সব সময় রাজবাড়ি থেকে যাতে বিভিন্ন মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায় । তাই মন্দিরগুলি পশ্চিমমুখী নির্মিত হয়েছে।’’
advertisement
( প্রতিবেদন : Saikat Shee)
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Tamluk Ancient Temple : জানেন কি কেন তমলুকের একাধিক প্রাচীন মন্দির কেন পশ্চিমমুখী?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement