Panihati: মহাপ্রভুর সময় থেকেই হচ্ছে দই চিঁড়ের মেলা, জানুন দণ্ড মহোৎসবের ৫ শতকের কাহিনি

Last Updated:

Panihati: এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান

+
সারা

সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান

উত্তর ২৪ পরগনা: পানিহাটির চিঁড়ে মহোৎসবের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৫০০ বছর আগে । শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই চিঁড়ে উৎসব বা দণ্ড উৎসবের প্রথা চলে আসছে । এ বছর ৫০৬ তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে পানিহাটি গঙ্গার তীরবর্তী মহোৎসব তলা ঘাটে । এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান।
কথিত, ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী । তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্য ও তার রূপসী পত্নীকে পরিত্যাগ করেন। মহাপ্রভুর দেখা পেতে তিনি নানা জায়গায় ঘুরতে থাকেন । একদিন প্রভু নিত্যানন্দ পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যান । সেখানে ভক্তদের ভিড় থাকায় তিনি দর্শনলাভের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন । গঙ্গার তীরে যেখানে ভক্তদের সাথে শ্রীনিত্যানন্দ প্রভু বসে ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দূর থেকে দেখলেন - গঙ্গাতট আলোকিত করে একটি বৃক্ষমূলে ভক্তপরিবৃত হয়ে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন । শ্রীরঘুনাথ তাঁকে দেখেই দূর থেকে ষাষ্টাঙ্গে দণ্ডবৎ জানালেন ।
advertisement
আরও পড়ুন :  উচ্চ মাধ্যমিকে সফল ভগবানগোলার পরিযায়ী শ্রমিক কন্যার ইচ্ছা চিত্রশিল্পী হওয়ার
জমিদার শ্রীগোবর্ধন দাসের পুত্র রুঘুনাথ পানিহাটিতে এসেছেন , সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল । ভক্তরা সেই সমাচার শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করেছিলেন । তিনি রঘুনাথের নাম শুনে বলে ওঠেন , ‘‘ওরে চোরা ! এতদিনে দর্শন দিলি ! আয় , আয় , আজ তোরে দণ্ড দেব ।’’ নিত্যানন্দ প্রভু এ ভাবে আদর করে ডাক দিলেও শ্রীরঘুনাথ দ্বিধায় সঙ্কোচে দূরে দূরে থাকছিলেন । তখন শ্রীনিত্যানন্দ তাঁকে জোর করে কাছে টেনে এনে তাঁর মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করান ৷ এর পর মহাপ্রভু শ্রী চৈতন্য দেব উপস্থিত ভক্ত বৃন্দকে বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তিস্বরূপ এখানে উপস্থিত সকলকে আহার হিসেবে দই চিঁড়ে খাওয়াতে হবে । সেই থেকে প্রতি বছর পানিহাটি মহোৎসব তলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে মহা সমারোহে ।
advertisement
advertisement
ফেরি ঘাট, রাজা রামচন্দ্র ঘাট রোড, near Panihati, Ramkrishna Pally,
advertisement
পানিহাটি রামকৃষ্ণ পল্লী,পানিহাটি, কলকাতা-৭০০১১৪
‌যোগা‌যোগ- +91 89815 41676
গুগল লোকেশন- https://goo.gl/maps/XByityMgU4ZdhGpX9
দণ্ড মহোৎসবে আগত বৈষ্ণব সমাজের ভক্তবৃন্দ জানালেন, ‘‘ গত দু'বছর বিশ্বজুড়ে করোনা আবহের জন্য পালিত হয়নি দণ্ড মহোৎসব বা দই চিঁড়ের মেলা । এ বার পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় মহোৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা খুশি ।’’ কিন্তু সময় গড়াতেই এ বার দই চিঁড়ে উৎসবে তাল কেটেছে । প্রচুর ভক্ত সমাগমের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে । প্রাণ গিয়েছে একাধিক পুণ্যার্থীর । আহত হন প্রায় ৫০-র উপর। আপাতত মেলা চললেও মন্দির বন্ধ রাখার সিধান্ত নিয়েছে প্রশাসন।
advertisement
(প্রতিবেদক - রুদ্র নারায়ণ রায়)
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panihati: মহাপ্রভুর সময় থেকেই হচ্ছে দই চিঁড়ের মেলা, জানুন দণ্ড মহোৎসবের ৫ শতকের কাহিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement