নদিয়ার চাপরার বাসিন্দা মিঠুন বিশ্বাস এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাসিন্দা খুকুমণি দোলই। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে অন্যান্যদের মতো তারাও আন্দোলনের সামিল হয়েছিলেন। নিজেদের হকের দাবিতে আন্দোলনের সময়ই তাদের আলাপ হয় রাস্তায়। সেই আলাপ থেকেই একে অপরের সুখ-দুঃখের কথাবার্তা। হয় দুজনের বন্ধুত্ব। এবং সেই বন্ধুত্ব থেকেই সম্পর্কের শুরু। আন্দোলনের সময় সুখে দুঃখে একসাথে ছিলেন দুজনে সবসময়। এবং তারপরেই সেই সম্পর্কের পরিণতি পেল বিবাহ বন্ধনে।
advertisement
আরও পড়ুন: সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই
আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস
শুরুটা হয়েছিল ২০২০ সাল থেকেই। আন্দোলনের মঞ্চেই সুখ-দুঃখের গল্প এবং নিজেদের হকের লড়াইতে সর্বক্ষণের সঙ্গী খুকুমণি এবং মিঠুনের একে অপরকে ভালো লেগে যায়। সেই ভালো লাগা থেকেই প্রেম এবং তারপরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবারও তাদের সম্পর্ককে মেনে নেন। জানা যায় চলতি বছরের অগস্ট মাসেই পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করে ওই যুবক যুবতী। তবে বিয়ে করার পর থেমে যায়নি তাদের লড়াই। এখনও নিয়ম করে তারা চলে যান ধর্না মঞ্চে। বিয়ের পরেও আন্দোলনে স্লোগান দিতে ভোলেননি নবদম্পতি।
চাকরির দাবি নিয়ে আন্দোলনে মিঠুন এবং খুকুমণি একে অপরের হাত ধরে এখন লড়াই করে চলেছেন। চাকরি না থাকার কারণে মিঠুন নিজের পৈত্রিক সম্পত্তিতে চাষাবাদ করে থাকেন। এবং সেই সাথে কিছু টিউশনি পড়ান বর্তমানে। তাদের বিশ্বাস একদিন তারা নিশ্চয়ই তাদের ন্যায্য চাকরি পাবেন এবং সুখে শান্তিতে করবেন তাদের স্বপ্নের সংসার।
Mainak Debnath