জানা যায় এখন আশঙ্কাজনক অবস্থায় ওই দুজন চিকিৎসাধীন। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরিবারের দাবি, তাঁত বুনে কোনরকম সংসার চালাতেন তারা, কিন্তু তাঁত ঘরটি ভেঙে যাওয়ার কারণে যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তেমনই দুজন গুরুতর আহত হওয়ার কারণে ভয়ংকর পরিস্থিতির অবস্থা হয়েছে পরিবারে। এখন প্রশাসন বা স্থানীয় নেতাদের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। উল্লেখ্য নদিয়া জেলা প্রধানত তাঁত এবং তাঁতের শাড়ির জন্যই বিখ্যাত।
advertisement
আরও পড়ুনঃ হেলমেটবিহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান! সচেতনতা নাকাশিপাড়ায়
এখানকার তাঁতিরা নিজের কর্মদক্ষতার নিদর্শন দেখিয়ে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এমনিতেই করোনার করাল গ্রাসে গত দু'বছর ধরে তাঁতিদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। তারওপর সেই শান্তিপুরেই তাঁতের ঘর আচমকায় ভেঙে পড়ে আর্থিক দিক দিয়ে একেবারেই ভেঙে পড়েছেন অসহায় ওই তাঁতি। ঘটনার জেরে রীতিমতো ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপর কি ভাবে সংসার চালাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে ওই তাঁতির পরিবারের।
Mainak Debnath





