জানা যায় ১৯ তারিখে বহরমপুর থেকে যাত্রা শুরু করেন তারা ২৬ তারিখে কলকাতায় পৌঁছাবেন। ২০০ কিলোমিটার পথ যেতে এতদিন সময় লাগার কারণ জানতে চাইলে তারা জানান বহরমপুর থেকে কলকাতায় যাওয়ার পথে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে মিলিত হয়ে মানুষকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক বার্তা দিতে দিতে এগিয়ে চলেছেন কলকাতার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ পাট চাষিদের সুবিধার্থে এল অত্যাধুনিক পাট ছাড়ানোর মেশিন
advertisement
স্কুলছাত্রী অত্রি ভট্টাচার্য জানায়, তার মূল উদ্দেশ্য নারীদের সুরক্ষা এবং তার পাশাপাশি রাস্তার বিভিন্ন অসুস্থ পশু পাখিদের উপেক্ষা না করে তাদের সেবা-শুশ্রূষা করা। সাইকেল প্রেমি জোজো ওরফে প্রসেনজিৎ দাস ইতিমধ্যেই সাইকেল করে গোটা ভারত ভ্রমণ করে এসেছেন।
আরও পড়ুনঃ বেহুঁশ করে মামির শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী মামা
এবার সে চলেছেন মানুষের একাধিক সমস্যার কথা নিয়ে কলকাতায় শশী পাঁজার সঙ্গে দেখা করতে। মূলত দিনের বেলা তারা সাইকেল চালায় এবং রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাদের উদ্যোগে বিশ্রাম করে। তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাতে ইতিমধ্যেই কৃষ্ণনগরে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে বলে জানা যায়।
Mainak Debnath