Nadia News: বেহুঁশ করে মামির শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী মামা
- Published by:Rachana Majumder
Last Updated:
স্থানীয় সূত্রে খবর, গত ১৮ তারিখ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গৃহবধূর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
রানাঘাট: গৃহবধূকে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তার আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর বলাইঘাটা কলোনির।
জানা যায়, পাঁচ বছর আগে ওই গৃহবধূর বিবাহ হয় রানাঘাটের হবিপুরের এক বাসিন্দার সঙ্গে। দাম্পত্য জীবন বেশ সুখের ছিল তাঁর। ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পাশেই ছিল তার দূর সম্পর্কের ননদের বাড়ি। ওই ননদের বাড়িতে গৃহবধূর প্রায়ই যাতায়াত লেগে থাকত। বেশ কয়েক মাস আগে কিছু বিশেষ কারণে ওই গৃহবধূ তাঁর শ্বশুর বাড়ির পাশে তাঁর ননদের বাড়ি যান। ননদের পুত্র তাঁকে কোল্ডড্রিংকস পান করতে দেয়। অভিযোগ, সেই কোল্ডস ড্রিংকস খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওই গৃহবধূ জ্ঞান হারায়। এবং জ্ঞান ফিরলে অভিযুক্ত তাঁর নগ্ন ছবি মোবাইলে তুলে দেখায়, হুমকি দেয় এই কথা জানাজানি হলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেবে।
advertisement
advertisement
গৃহবধূর অভিযোগ, এরপর থেকে প্রায়ই অভিযুক্ত ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। হুমকি দেয় এই কথা জানাজানি হলে তাকে এবং তার পরিবারকে খুন করার। বেশ কয়েকদিন আগে গৃহবধূ আসতে অস্বীকার করে। এরপরেই আশিস হালদার ওই গৃহবধূর সমস্ত নগ্ন ছবি ভাইরাল করে দেয়। গৃহবধূ এর প্রতিবাদ করলে এবং পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত যুবকের পরিবার প্রাণে মারার হুমকি দেয়।
advertisement
স্থানীয় সূত্রে খবর, গত ১৮ তারিখ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গৃহবধূর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর অভিযোগ, অভিযুক্ত যুবক এবং তার পরিবারের কারণেই তাঁর স্বামী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। গৃহবধূ ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath
view commentsLocation :
First Published :
August 22, 2022 8:16 PM IST